Richest Indian Actress Of All Time : এই মুহূর্তে বলিউডের সেরা ধনী অভিনেত্রী হলেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে যদি প্রশ্ন করা হয় ভারতের সর্বকালের শ্রেষ্ঠ ধনী অভিনেত্রী কে? এই প্রশ্নের জবাব বলিউড হাতড়ে খুঁজলেও মিলবে না। কারণ প্রিয়াঙ্কা, দীপিকা থেকে শুরু করে ঐশ্বর্য কিংবা আলিয়ারা কেউই সম্পত্তির নিরিখে ভারত শ্রেষ্ঠ নন। এই কৃতিত্বের ভাগীদার হলেন ১৯৬০ সালের একজন অভিনেত্রী। নাম তার জয়ললিতা (Jayalalithaa)।
Richest Indian Actress Ever
দক্ষিণী এই অভিনেত্রীকে চেনেন না এমন মানুষ ভারতবর্ষে খুঁজে পাওয়া যাবে না। অভিনেত্রী হিসেবে না চিনলেও জয়ললিতাকে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী (Ex Chief Minister Of Tamilnadu) তথা দাপুটে রাজনীতিবিদ হিসেবে বেশ চেনে গোটা দেশ। জয়ললিতা ছিলেন তখনকার সময়ের সবথেকে সফল তামিল অভিনেত্রী। তিনি ১৯৪৮ সালে মহীশূর রাজ্যে (বর্তমান কর্ণাটক) জন্মগ্রহণ করেন। খুব কম বয়সে অভিনয়ে পা রেখেছিলেন তিনি।
Jayalalithaa Filmography
১৯৫১ সালে শিশুশিল্পী হিসেবে প্রথম অভিনয় শুরু করেন জয়ললিতা। বিভিন্ন সিনেমা এবং নাটকে ছোটখাটো চরিত্রে অভিনয় করতে করতেই ১৯৬০ সালে তিনি নায়িকা হিসেবে সুযোগ পেয়ে যান। তখনকার সময়ে তিনি ছিলেন দক্ষিণের টপ নায়িকা। আবার বলিউডে ধর্মেন্দ্রর সঙ্গেও ‘ইজ্জত’ নামের একটি ছবিতে অভিনয় করেন তিনি।
৭০ এর দশক পর্যন্ত ইন্ডাস্ট্রিতে চুটিয়ে কাজ করেন এই অভিনেত্রী। তখনকার সময়ের প্রথম সারির সুপারস্টার এনটি রামা রাও, আক্কিনেনি নাগেশ্বরা রাও, জয় শংকর, এম জি রামচন্দ্রণদের সঙ্গে তার জুটি ছিল সুপারহিট। ইন্ডাস্ট্রির বড় বড় তারকারা তার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে থাকতেন। তবে তিনি কিন্তু মাত্র ৩১ বছর বয়সেই অভিনয় ছেড়ে দেন। তারপর তার নতুন যাত্রা শুরু হয় রাজনীতির পথে।
Jayalalithaa`s Net Worth
রাজনীতির পথে পা বাড়িয়ে তরতর করে বেড়েছিল জয়ললিতার সম্পত্তির পরিমাণ। ১৯৯৭ সালে চেন্নাইতে তার পোয়েস গার্ডেনের বাসভবনে একবার অভিযান চালানো হয়। তখন তার সম্পত্তির যে খতিয়ান প্রকাশ্যে এসেছিল তা দেখে গোটা দেশের চোখ কপালে ওঠে। জয়ললিতার বিশাল সম্পত্তির মধ্যে ছিল ১০,৫০০ টি শাড়ি, ৭৫০ জোড়া জুতো, ৯১ টি ঘড়ি এবং ৮০০ কেজির রূপো। তার কাছে সোনা ছিল ২১ কেজির।
আরো পড়ুন : বলিউডের সেরা নায়িকা, দীপিকার এই রেকর্ড ভাঙতে পারেনি বলিউডের কোনও অভিনেত্রী
তখনকার সময়ে জয়ললিতার অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ৪২ কোটি টাকা। এছাড়া তার কাছে ৮ টি গাড়ি ছিল। জয়ললিতা নিজের মুখে বলেন তার মোট সম্পত্তির পরিমাণ ১৮৮ কোটি টাকা। তবে সূত্র বলে বাস্তবে এর কয়েক গুণ বেশি সম্পত্তির মালিক ছিলেন তামিলনাড়ুর প্রাক্তন প্রধানমন্ত্রী। ১৯৯১ থেকে ২০১৬ সালের মধ্যে ৫ বার তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। ২০১৬ সালে ক্ষমতায় থাকাকালীনই ৬৮ বছর বয়সে প্রয়াত হন জয়ললিতা।
আরো পড়ুন : ১ মিনিট মুখ দেখালেই এক কোটি! বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত খলনায়ক কে জানেন?