‘মা রেগে গেলেই…’, জয়া বচ্চনের ‘বদ অভ্যাস’ ফাঁস করে দিলেন মেয়ে শ্বেতা বচ্চন

সাংবাদিকদের সঙ্গে মাঝেমধ্যেই বিতর্কে জড়ান জয়া বচ্চন (Jaya Bachchan)। বদমেজাজি, রুক্ষ স্বভাবের জন্য বলিউডে বেশ পরিচিতি আছে তার। প্রায়শই মেজাজ হারান। বলিউড (Bollywood) -র অন্দরে কান পাতলেই শোনা যায় ভীষণ মুডি মিসেস বচ্চন। নিজের বক্তব্য, ভাবধারা নিয়ে সদা সচেতন জয়া। না বলে তার ছবি তোলা একেবারে না পসন্দ। এবার মায়ের রাগ নিয়ে প্রথমবার মুখ খুললেন মেয়ে।

কফি উইথ করণের দ্বিতীয় সিজনে (Koffee With Karan 2), শ্বেতা বচ্চন (Shweta Bachchan) এবং জয়া বচ্চন একটি পর্বে একসঙ্গে এসেছিলেন। সেখানে করণ জোহর তাদের জিজ্ঞেস করেছিল যে মা-মেয়ের এই মিস্টি জুটি, একে অপরের মধ্যে লড়াই হয়? প্রবীণ অভিনেত্রী প্রথমে ইতস্তত করে তারপর বলেছিলেন, ‘আমরা লড়াই করি না, আমরা রাগ করি।’

JAYA BACHCHAN AND SHWETA BACHCHAN

যদিও জয়া বচ্চনয়ের কথাটা শেষ করতে না দিয়েও শ্বেতা বলেন, ‘‘না মা, আমরা যথেষ্ট ঝগড়া করি। মনভোলানো কথা বোলো না।’’ তারপরেই শ্বেতার কথাকে সাপোর্ট করে জয়া বলেন, ‘‘আমরা রাগ করলে ফোন ঠুকতে থাকি।’’ শ্বেতা আবারও তার মাকে শুধরে নিয়ে বলেন, ‘আমরা নয়। তুমি ফোন ঠুকতে থাকো। উলটে আমি যদি কখনও এমন করি, তাহলে মা বলতে থাকে তোমার তো বয়স কম তুমি কেন এমন করছ।’

এরপর করণ জোহর জয়া বচ্চন ও শ্বেতাকে জিজ্ঞেস করেছিলেন, বচ্চন বাড়ির লোকজনেরা কি শান্ত? উত্তরে জয়া বলেন, ‘‘মোটেই না। অবিরাম কথা বলে অভিষেক। ও তো কথা বলা থামায়ই না। ও সব বিষয়ে মতামত দিতে থাকে।’’ যদিও শ্বেতা বলেছেন, তার ভাই বাবা-মা উভয়ের মতামতের সঙ্গে সহমত হয়ে যেকোনো সমস্যায় পড়া থেকে নিজেকে বাঁচিয়ে নেই।

BACHCHAN FAMILY

এরপর করন প্রশ্ন করেন বচ্চন পরিবারের কোন সদস্য নিজের দিকে সব থেকে বেশি দৃষ্টি আকর্ষণ করেন? এই প্রশ্নের উত্তরে একই উত্তর দেন জয়া ও শ্বেতা। জয়া ও শ্বেতা দুজনেই জানান, ”বচ্চন পরিবারে একমাত্র অমিতাভ আছেন যিনি সব সময় চান যেন তার দিকেই সবার নজর থাকুক। “

JAYA AND AMITABH

আরো পড়ুন : মেয়ের সব ভার ঐশ্বর্যের, বাবা হয়ে আরাধ্যার কোনও দায়িত্বই নেননি অভিষেক! কেন জানেন?

তবে অনেকদিন অভিনয় থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন জয়া বচ্চন। এদিকে প্রায় সাত বছর পরে পরিচালক হিসাবে আবার প্রত্যাবর্তন করছেন কর্ণ। ছবির নাম ‘রকি অউর রানি কি প্রেম কহানি’। আগামী ২৮ জুলাই মুক্তি পেতে চলেছে এই ছবি। আর কর্ণ জোহরের এই ছবিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জয়া বচ্চনকে। ছবিতে শাবানা আজমি, রণবীর সিং, ধর্মেন্দ্র এবং আলিয়া ভাটও অভিনয় করেছেন।

আরো পড়ুন : ঐশ্বর্য নয়, ‘দেবদাসে’র পারো হতেন এই অভিনেত্রী, শেষ মুহূর্তে বদলে যায় নায়িকা