‘অশিক্ষিত’, ভুলভাল মন্তব্য করায় চরম ট্রোল্ড, শেষমেষ ক্ষমা চাইতে বাধ্য হলেন অভিনেত্রী

সপ্তাহের সেলিব্রিটি স্পেশাল পর্বগুলোতে দিদি নাম্বার ওয়ান (Didi Number One) এর মঞ্চে এসে হাজির হন বাংলা সিরিয়ালের বড় বড় তারকারা। জি বাংলা (Zee Bangla) -র এই রিয়েলিটি শো দেখেন হাজার হাজার মানুষ। সেলিব্রিটি স্পেশাল পর্বগুলোতে দর্শকদের ভিড় একটু বেশিই হয়। সেলিব্রেটিরা কী বলছেন, ঠিক বলছেন নাকি ভুল সেই নিয়ে জোর চর্চা চলে। যেমনটা এখন চলছে সংঘশ্রী সিনহা রায় (Sanghashree Sinha Roy) –কে নিয়ে।

গত সপ্তাহের সেলিব্রেটি স্পেশাল পর্বে সংঘশ্রী তার মাকে নিয়ে হাজির হয়েছিলেন। সেখানে মজার ছলেই তার ছোটবেলার গল্পগুলি শোনাচ্ছিলেন তিনি এবং তার মা। কথায় কথায় অভিনেত্রী তার স্কুল জীবনের পড়াশোনার কথা বলেন। তিনি বলেন আজ এত বছর বাদেও ম্যালেরিয়ার বিজ্ঞানসম্মত নাম ‘লিসম্যানিয়া ডোনোভ্যানি’ তার মনে আছে। মনে রাখার উপায়টাও তিনি বলে দেন যেটা তিনি তার মায়ের থেকে শিখেছিলেন।

Sanghashree Sinha Roy

অভিনেত্রী বলেন এই কঠিন নামটি ‌মনে রাখার জন্য তিনি শিখেছিলেন ‘লিসা পিসি ম্যানিয়া হয়ে অজ্ঞান হয়ে ড্রেনে পড়ে আছে… ভ্যান এসে নিয়ে যাচ্ছে।’ এদিকে এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়তেই শুরু হয়ে যায় তুমুল চর্চা। কারণ ‘লিসম্যানিয়া ডোনোভ্যানি’ আসলে কালাজ্বরের বিজ্ঞানসম্মত নাম। কথা প্রসঙ্গে তিনি আসলে কালা জ্বরের সঙ্গে ম্যালেরিয়াকে গুলিয়ে ফেলেছিলেন।

এদিকে এই ভিডিও ভাইরাল হতেই রে রে করে উঠেছেন নেটিজেনদের একাংশ। সকলেই অভিনেত্রীকে তার ভুল শুধরে দিচ্ছেন। কেউ লিখছেন, “এক লাইন জ্ঞান জাহির করতে গিয়ে ১০০ টা অজ্ঞানতার পরিচয় দিয়ে দিলেন।” কেউ ভুলটা ঠিক করে দিয়ে লিখলেন, “ম্যালেরিয়া রোগের নাম, এর কোনও বিজ্ঞানসম্মত নাম হয় না। বিজ্ঞানসম্মত নামটি ম্যালেরিয়া রোগ বহনকারী জীবাণুর।”

Sanghashree Sinha Roy

সংঘশ্রীকে ভুলভাল বিজ্ঞানসম্মত নাম বলতে শুনে কেউ মজা করে লিখছেন, ‘‘এটা শুনে প্লাজমোডিয়াম ভাইব্যক্স কাঁদছে আর বলছে আমি কি চাকরিটা ছেড়ে দেব‍?’’ কেউ লিখছেন, “এরা পড়াশোনা করে না খালি ভুলভাল কথা বলে।” এদিকে সোশ্যাল মিডিয়াতে এত বেশি ট্রোল্ড হওয়ার পর সংঘশ্রী শেষমেশ তার ভুলটা স্বীকার করে নিয়ে ক্ষমা চেয়ে নেন।

Sanghashree Sinha Roy

আরো পড়ুন : প্রাক্তন স্বামীর নামে ‘মিথ্যে’ অভিযোগ Didi No 1-এ! চরম সমালোচনার মুখে বিপাকে রচনা ব্যানার্জী

সংঘশ্রী লিখেছেন, “আমি দুঃখিত যে কালাজ্বরের জায়গায় ম্যালেরিয়া বলেছি। এর সঙ্গে মেডিক্যাল স্টেটমেন্টকে গোলাবেন না। ভুল তো মানুষ মাত্রই হয় বা হতে পারে। আর এই আলোচনার প্রেক্ষাপটটা খুব মজার ছিল। তাও ভুল বলার জন্য আমি সবার কাছে ক্ষমা চাইছি।” অভিনেত্রী ভুল স্বীকার করে নেওয়াতে তাকে সাধুবাদ দিচ্ছেন অনেকেই। নিজের ভুল স্বীকার করার সাহস সকলের থাকে না। সংঘশ্রীর‌ পজেটিভ উত্তর অনুপ্রাণিত করেছে নেটিজেনদের।

আরো পড়ুন : TRP-র লোভে মিথ্যে নাটক দেখায় Didi Number 1! অবশেষে মুখ খুললেন রচনা ব্যানার্জী, দিলেন জবাব