বিনোদন জগৎ এমন এক জায়গা যেখানে মানুষ রাতারাতি সেলিব্রিটি হয়ে যান। আবার প্রতিযোগিতায় টিকে না থাকতে পারলে সময়ের সঙ্গে সঙ্গে বিলীনও হয়ে যান। সেরকমই পরিণতি হয়েছিল বলিউড (Bollywood) সঙ্গীত শিল্পী আলতাফ রাজা (Altaf Raja) -র। একটি গান গেয়ে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। আবার বলিউডের সঙ্গীতজগৎ থেকে নিমেষের মধ্যে ‘উধাও’ও হয়ে যান।কিন্তু তার উধাও হওয়ার কারণ জানেন কি? চলুন জেনে নিই এই প্রতিবেদনে তার কারণ।
আলতাফ রাজার পূর্বজীবন
১৯৬৭ সালের ১৫ অক্টোবর মহারাষ্ট্রের নাগপুরে জন্ম হয় আলতাফের। আলতাফের বাবা-মা দু’জনেই কাওয়ালি গাইতেন। তার বাবা-মা চেয়েছিলেন যে তাদের পুত্র পড়াশোনা করে ভাল চাকরি করুক। তাই নাগপুর থেকে মুম্বইয়ে পড়াশোনার জন্য পাঠিয়ে দেন পুত্রকে। কিন্তু সেখানে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে আবার বাড়ি ফিরে যান আলতাফ।
এরপর পড়াশোনার প্রতি আলতাফের আগ্রহ না থাকায় তাকে জামাকাপড় সেলাই শেখানোর ক্লাসে ভর্তি করেন তার বাবা-মা। সেখানেও মন লাগছিল না তার। হঠাৎ আলতাফ তার মাকে গিয়ে জানান যে তিনি গান শিখতে চান।এরপর গান শিখতে শুরু করেন তিনি। এমনকি মায়ের সঙ্গে কাওয়ালি সঙ্গীতের মঞ্চে সমবেত কণ্ঠশিল্পী হিসাবে গান গাইতে শুরু করেন আলতাফ।
আলতাফ রাজার সংগীত জীবন
তারপর থেকেই বাবা-মায়ের সহযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তে গানের অনুষ্ঠান করতে শুরু করেন আলতাফ। নব্বইয়ের দশকে তার গানের অ্যালবাম মুক্তি পায়। তার কণ্ঠে ‘তুম তো ঠেহরে পরদেসি’ গানটি শ্রোতাদের মনে ধরে। এই গানের জন্যই রাতারাতি জনপ্রিয় হয়ে যান তিনি। এক রাতে ৭০ লক্ষ ক্যাসেট বিক্রি হয় বলে বলিপাড়া সূত্রে খবর।
এরপর হিন্দি ছবিতেও গান গাওয়ার সুযোগ পান আলতাফ। মিঠুন চক্রবর্তী অভিনীত ‘শপথ’ ছবিতে প্রথম গান গাইতে দেখা যায় তাকে। তারপর ‘তিরছি টোপিওয়ালে’, ‘চন্ডাল’, ‘মর্দ’, ‘যমরাজ’-এর মতো একাধিক হিন্দি ছবিতে গান গেয়েছেন তিনি। শুধু তাই নয়, গানের দৃশ্যে অভিনয়ও করতে দেখা যায় তাকে। আর তারপর থেকেই সেই ছবি হিট না হলেও আলতাফের গান গুলো হিট হচ্ছিলো।
কোথায় হারিয়ে গেলেন আলতাফ রাজা
তখন থেকেই গানের পাশাপাশি অভিনয়ের জন্যেও প্রস্তাব আসতে থাকে আলতাফের কাছে। কিন্তু তিনি সিদ্ধান্ত নেন পরবর্তী ছবিগুলিতে গান গাইবেন কিন্তু অভিনয় করবেন না। তাই অভিনয় করতে চাইতেন না বলে তাকে কোনও ছবিতে গান গাওয়ার প্রস্তাবও দিতেন না ছবি নির্মাতারা। সময়ের সঙ্গে সঙ্গে ছবিতে কাওয়ালি গানের ব্যবহারও কমে যায়। আর বলিউড জগতেও বিলুপ্ত হয়ে যান আলতাফ।
আরো পড়ুন : একটা MMS শেষ করে দিয়েছে কেরিয়ার, বলিউড ছাড়তে বাধ্য হন এই বাঙালি নায়িকা
আরো পড়ুন : খুল্লামখুল্লা সেক্স থেকে নগ্নদৃশ্য ভরপুর, ভারতে ‘নিষিদ্ধ’ হয়েছে এই ৭টি বলিউড ছবি
বর্তমানে ইউটিউবে নিজস্ব চ্যানেলের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে মঞ্চে গান গেয়ে উপার্জন করেন আলতাফ। এছাড়াও ইউটিউবে নিজের গানের ভিডিয়ো পোস্ট করেন তিনি । এমনকি সমাজমাধ্যমে নিজস্ব অনুরাগী মহল তৈরিও করে ফেলেছেন। তার ইনস্টাগ্রামে অনুরাগী সংখ্যা প্রায় সাড়ে ন’লক্ষের গন্ডি পার করেছে।