Where Is Secret Superstar Fame Zaira Wasim : বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে সাফল্য পাওয়া যেমন কঠিন আবার সেটা ধরে রাখাও বেশ কঠিন। অনেক বড় বড় সুপারস্টারকেও মাঝেমধ্যে ব্যাক টু ব্যাক ফ্লপের মুখ দেখতে হয়। যেমনটা এখন ঘটছে আমির খান (Aamir Khan) -র সঙ্গে। তবে এই আমির খানই একসময় কম বাজেটের ছবি থেকে অনেক ভাল আয় দিয়েছিলেন বলিউডকে। তার সিক্রেট সুপারস্টার (Secret Superstar) ছবিটি তো বাজেটের ৫৩ গুণ লাভ দিয়েছিল বক্স অফিসে।
এই ছবিতে আমির খান ছাড়া সেভাবে বলতে গেলে বড় তারকা কেউ ছিলেন না। ছবিতে তিনি একজন নবাগতা অভিনেত্রীকে নিয়েছিলেন যার নাম ছিল জায়রা ওয়াসিম (Zaira Wasim)। আর তাতেই ১৫ কোটি টাকা বাজেটের ছবি ৮০০ কোটি টাকা উপার্জন করতে পেরেছিল। কারণ ছবির গল্পটা গোটা বিশ্বব্যাপী দর্শকদের খুব পছন্দ হয়েছিল। কিন্তু প্রথম ছবিতে এত জনপ্রিয়তা পাওয়ার পরেও জায়রাকে আর বলিউডে দেখা যায়নি।
খুব স্বাভাবিক ভাবেই দর্শকদের মনে প্রশ্ন ওঠে এমন একজন দক্ষ অভিনেত্রী কোথায় চলে গেলেন? ২০১৭ সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। ছবিতে কম বয়সী একটি মেয়ের ভূমিকাতে উল্লেখ করেছিলেন জায়রা। আমির খান এবং তার প্রাক্তন স্ত্রী কিরণ যৌথভাবে ছবির প্রযোজনা করেছিলেন। ছবিতে জায়রার অভিনয় দর্শকদের মনে দাগ কেটেছিল।
সিক্রেট সুপারস্টার ছবি থেকে তার জনপ্রিয়তার আদালতে বাড়লেও এটা কিন্তু তার প্রথম ছবি ছিল না। তিনি এর আগে আমির খানেরই ‘দঙ্গল’ (Dangal) ছবিতে অভিনয় করেছিলেন। এখানে তিনি আমিরের ছোট মেয়ের ভূমিকাতে অভিনয় করেন। ছবিটি গোটা বিশ্বব্যাপী দুই হাজার কোটি টাকার কাছাকাছি উপার্জন করেছিল এবং বলিউডের বক্স অফিস কালেকশনে নিরিখে রেকর্ড করেছে।
এরপর জায়রার হাতে আসার সিক্রেট সুপারস্টার এর সুযোগ। সেই ছবি হিট হওয়ার পর ‘দা স্কাই ইজ পিঙ্ক’ (The Sky Is Pink) নামের আরও একটি ছবিতে অভিনয় করেন জায়রা। কিন্তু এই ছবি মুক্তি পাওয়ার আগেই অভিনেত্রী একটা বড় সিদ্ধান্ত নিয়ে বসেন। তিনি আর অভিনয় করবেন না বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেন। নিজের সিদ্ধান্তের জন্য তিনি ছবির প্রচারেও অংশ নেননি। ছবিটি সেভাবে চলেওনি।
আরও পড়ুন : বউকে ডিভোর্স না দিয়েই লুকিয়ে দ্বিতীয় বিয়ে করেছেন, এই ৬ সুপারস্টার কীর্তি অবাক করবে
আসলে ধর্মের টানে জায়রা নিজেকে গ্ল্যামার দুনিয়া থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। ইসলাম ধর্মের কারণে তিনি তার উজ্জ্বল কেরিয়ার ছেড়ে দেন। তিনি এখন কোথায় আছেন, কী করছেন বিশেষ কিছু জানা যায় না। আসলে ধর্মের টানে তিনি এখন লাইমলাইট থেকে দূরের জীবন বেছে নিয়েছেন।
আরও পড়ুন : গালাগাল শুনবেন জেনেও ‘পসুরি’ গাইলেন কেন? অরিজিতের উত্তর জিতে নেবে মন