Is Aamir Khan Lefting Bollywood : বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল ‘লাল সিং চড্ডা’ (Laal Singh Chadda)। ১৪ দিনে ১০০ কোটির গন্ডিও পেরতে পারেনি এই ছবি। কোনও মতে ৬০ কোটির ব্যবসা করেছে আমির খান (Aamir Khan) অভিনীত এই সিনেমা। এদিকে লাল সিংহ চড্ডা’র ব্যর্থতার পরে প্রায় এক বছর প্রচারের আলো থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন আমির খান। কিন্তু এখন সবার মনে প্রশ্ন উঠেছে বর্তমানে কি করছেন মিস্টার পারফেকশনিস্ট।
গত তিন দশক ধরে বলিউড (Bollywood) মাতিয়ে রাখার কাজটি করে যাচ্ছেন সদর্পে। যে কোনো চরিত্রে মানানসই এই অভিনেতা। তার অভিনয় দক্ষতার জন্য বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ (Mister Perfectionist) উপাধিটিও অর্জন করে নিয়েছেন। ‘লগান’ ভারতীয় চলচ্চিত্রে একটি ইতিহাস! ১৯৫৭ সালের ‘মাদার ইন্ডিয়া’ আর ১৯৮৮ সালের ‘সালাম বোম্বে’-এর পরে অস্কারে বিদেশি ভাষায় মনোনীত হয় এই সিনেমা।
শুধু কি তাই, গ্রামের সাদাসিধা ভুবন চরিত্র শাহরুখের পছন্দ না হলেও এই চরিত্র দিয়েই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতে নেন আমির খান। এছাড়াও অভিনয়, প্রযোজনা, পরিচালনা ও টিভি উপস্থাপনাসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডের মধ্য দিয়ে লাখো ভক্তের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিয়েছেন তিনি। মাত্র পাঁচ ফুট ছয় ইঞ্চি উচ্চতার এই জনপ্রিয় বলিউড অভিনেতা নিজ গুণে ছাড়িয়ে গেছেন অনেককে।
কিন্তু গত কয়েক বছর বিশেষ ভাল কাটেনি বলিউড অভিনেতা আমির খানের। বক্স অফিসে মুখ থুবড়ে পরেছিল ‘ঠগ্স অফ হিন্দোস্তান’। তার পরে ‘লাল সিংহ চড্ডা’ ফ্লপ হয়েছিল। এমনকি জনপ্রিয় হলিউড অভিনেতা টম হ্যাঙ্কসের ‘ফরেস্ট গাম্প’ অবলম্বনে তৈরি ছবি মন ভরাতে পারেনি দর্শক ও সমালোচকের।তাই বেশি কয়েক মাস নিজেকে অভিনয় থেকে সরিয়ে রেখেছেন তিনি।
তবে এখনই অভিনয়ে ফিরতে রাজি নন আমির। বরং অভিনয়, প্রযোজনা সব সরিয়ে রেখে আজকাল নাকি অন্য কাজে মন দিয়েছেন বলিউড তারকা। সম্প্রতি রেকর্ডিং স্টুডিয়োয় দেখা গিয়েছে তাকে। তবে কি এ বার গান গাইবেন আমির? এর আগে ১৯৯৮ সালে ‘গুলাম’ ছবির জন্য অলকা যাজ্ঞিকের সঙ্গে জুটি বেঁধে ‘আতি ক্যা খান্ডালা’ গান গেয়েছিলেন আমির।
আরও পড়ুন : শাহরুখ, সালমান, আমির নয়, বলিউডে সবথেকে বেশি হিট ছবি দিয়েছেন কোন পাঁচ অভিনেতা?
আসলে সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করেন গায়িকা সোনা মহাপাত্র, যেখানে আমিরকে দেখা গিয়েছিল রেকর্ডিং স্টুডিয়োর ভিতরে। যদিও পরে সেই ভিডিয়ো ইনস্টাগ্রাম স্টোরি থেকে মুছেও দেন তিনি। অন্য দিকে, প্রযোজক হিসাবে স্প্যানিশ ড্রামা ‘ক্যামপিওনেস’-এর গল্প অবলম্বনে চিত্রনাট্য ভেবেছেন আমির খান। সেই ছবিতে প্রথমে মুখ্য চরিত্রের জন্য সলমন খানকে ভেবেছিলেন আমির। তবে এখন খবর, সেই ছবিতে দেখা যেতে চলেছে অভিনেতা ফারহান আখতারতকে। তা নিয়েও শুরু হয়েছে জল্পনা।
আরও পড়ুন : বউকে ডিভোর্স দিতে গিয়ে ভিখারি! বলিউড তারকাদের খোরপোষের অংক মাথা ঘুরিয়ে দেবে