সিনেমার ‘ফ্লপস্টার’ থেকে সিরিয়ালের সেরা নায়ক! কেমন ছিল ‘মিঠাই’য়ের সিদ্ধার্থর জার্নি?

Mithai Fame Adrit Roy Aka Siddharth Opens Up About His Faliour In Tollywood : বাংলা বিনোদন দুনিয়াতে বহু তারকার কেরিয়ার শুরু হয়েছে টেলিভিশন থেকে। ইদানিং সিরিয়ালের জনপ্রিয় নায়ক-নায়িকার হাতে আসছে টলিউডে (Tollywood) পা রাখার সুযোগ। তবে ‘মিঠাই’ (Mithai) সিরিয়ালের সিদ্ধার্থ ওরফে আদৃত রায় (Adrit Roy) -র সঙ্গে ঘটেছে ঠিক তার উল্টোটা। রাজ চক্রবর্তী (Raj Chakraborty) -র সিনেমার হাত ধরে শুরু হয় তার অভিনয় জীবন। কিন্তু টলিউডে তিনি এক কথায় ব্যর্থ হয়েছেন বারবার।

একটি নয়, দুটি নয়, একের পর এক ৫-৬টি সিনেমাতে অভিনয় করে ফেলেন আদৃত। কিন্তু দর্শকরা তাকে যেন নায়ক হিসেবে সেভাবে গ্রহণ করে উঠতে পারছিলেন না। তাই তার প্রত্যেকটি সিনেমা বক্স অফিসে ডাহা ফ্লপ হয়। এই তালিকায় ছিল নুরজাহান (Noorjahan), প্রেম আমার ২ (Prem Amar 2)। রাজ চক্রবর্তীর প্রোডাকশন হাউসের এই দুটি ছবিতেই নায়ক হিসেবে ‘ফেল’ হয়ে যান আদৃত।

ADRIT ROY

এরপরেও তিনি বেশ কিছু ছবিতে অভিনয় করেছিলেন। তবে সেসব ছিল পার্শ্বচরিত্র। দেবের পাসওয়ার্ড (Password) থেকে শুভশ্রী গাঙ্গুলীর পরিণীতা (Pareenita), এখানেও সেভাবে নজর কাড়তে পারেননি তিনি। এক কথায় বলতে গেলে টলিউড ইন্ডাস্ট্রিতে আদৃত সেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছিলেন না। এভাবে চলতে থাকলে হয়তো বা হারিয়েই যেতেন তিনি। কিন্তু একটা ফোন কল তার গোটা জীবনটা বদলে দিল।

সম্প্রতি টিভি নাইন বাংলায় আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অ্যাওয়ার্ড হাতে নিয়ে আদৃত নস্ট্যালজিক হয়ে পড়েন। তিনি বলেন, “আমি আগে ৫-৬টা সিনেমা করেছি। কিন্তু কোনও ছবি সেভাবে কাজ করেনি। কেউ আসেনি জানোতো থিয়েটারে ওই ছবি দেখতে।” এরপর তিনি বলেন একদিন তার কাছে একটা বন্ধুর ফোন আসে।

ami didi number one aindrila and adrit

আদৃতের ঐ বন্ধু তাকে বলেন, “দর্শক তোমার ছবি দেখতে থিয়েটারে আসছে না। এক কাজ করো তুমিই তাদের ঘরে পৌঁছে যাও, জি বাংলা জয়েন করো।” এরপর আদৃত এই বিষয়ে ভেবে বন্ধুর প্রস্তাবে রাজি হয়ে যান। তার এই একটি সিদ্ধান্ত কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। সিদ্ধার্থ মোদকের চরিত্রে তিনি যে ভালবাসা পাচ্ছেন তা আজও তার কাছে অবিশ্বাস্য লাগে।

mithai

আরও পড়ুন : বাস্তবে উচ্ছেবাবুর সঙ্গে কথাই বলে না মিঠাই? সত্যিটা জানিয়ে মুখ খুললেন সৌমিতৃষা

অভিনেতা জানিয়েছেন মিঠাই শেষ হয়ে যাওয়ার পর তার হাতে এখন বেশ কিছু সিরিয়ালের অফার রয়েছে। তবে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত তিনি নেননি। অন্যদিকে মিঠাই ওরফে সৌমিতৃষা দেবের সঙ্গে ‘প্রধান’ ছবি দিয়ে তার ফিল্মি কেরিয়ার শুরু করছেন। আর আদৃত একটানা শুটিংয়ের পর পাহাড় থেকে ঘুরে এসে এখন নিজের মত সময় কাটাচ্ছেন।

আরও পড়ুন : সুযোগ পেলে আদৃতের সঙ্গে আর কি কাজ করবেন সৌমিতৃষা? জবাবে চমকে দিল মিঠাইরানী