Arijit Sing`s Comment On Comparing Him With Other Legendary Singers : গানের জগৎ একজন উল্লেখযোগ্য শিল্পী হলেন অরিজিৎ সিং (Arijit Singh)। কিন্তু প্রায়শই দেখা যায় অরিজিত্ সিং এর সঙ্গে সনু নিগাম (Sonu Nigam) বা অন্যান্য গায়কদের তুলনা টানা হয়। সে ক্ষেত্রে অন্যান্য শিল্পীদের অপমান করা হয়। এবার এইসব কিছু নিয়েই মুখ খুললেন খোদ অরিজিত্ সিং।
চার্টবাস্টার আর অরিজিৎ সিং এখন সমার্থক শব্দ। এত সাফল্যের মাঝেও নিজের সহকর্মীদের প্রতি বরাবর শ্রদ্ধাশীল অরিজিৎ। মিউজিক ইন্ডাস্ট্রির সিনিয়রদের প্রতি তার শ্রদ্ধা অশেষ, নতুনদেরও হামেশা উৎসাহ জোগান তিনি। তা সত্ত্বেও বারবার তার সঙ্গে অন্যদের তুলনা টানা হয়, সেই তুলনা নিয়ে বেজায় বিরক্ত গায়ক।
এদিন টুইটারে অরিজিৎ লেখেন- ‘শেষবারের জন্য বলছি… শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal) কিংবদন্তি, ওঁকে অপমান করা বন্ধ করুন। সোনু নিগম আমার আইডল, ওঁনার সঙ্গে আমার তুলনা এখনই বন্ধ হোক। কেকে আমার মেন্টর ছিলেন, আমি ওঁনার কাছ থেকে শিখেছি কীভাবে গানের মধ্যে আবেগ ঢালতে হয়। মোহিত চৌহান (বাবাজি) এমন একজন যাকে আমি সম্মান করি, আতিফ আসলাম এমন একজন যাকে আমি ভালোবাসি’।
গায়ক আরও লেখেন, ‘আরও একটা কথা শ্রোতাদের জানিয়ে রাখি, আমি তোমাদের ভালোবাসায় আপ্লুত। কিন্তু এবার একটু অন্যদেরও ভালোবাসুন। আমাকে ভালোবাসার চক্করে, আমার পক্ষ নিতে গিয়ে অন্যদের সঙ্গে লড়াই করছো। এটা নিজেদের সময় নষ্ট ছাড়া আর কিছুই নয়’।
অরিজিতের কথায়, ‘এটা প্রোপাগান্ডা, বুঝতে শেখো। সঙ্গীতশিল্পী হিসাবে আমাদের কখনই ভালো লাগে না যখন দেখি অপর শিল্পীকে ছোট করা হচ্ছে। ইন্ডাস্ট্রি নিজের অঙ্গুলি হেলনে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য কোনও শিল্পীর কেরিয়ার ভাঙে বা গড়ে। আর আমরা লড়াই করে মরি, কারণ ওরা সেটাই চায়’।
আরও পড়ুন : ‘অটোটিউনে সালমান খানও এখন গায়ক!’, সালমানের সঙ্গে ফের পাঙ্গা নিলেন অরিজিৎ সিং
অরিজিতের এই পোস্টের সমর্থন করেছেন বেশিরভাগ লোক। একজন ভক্ত লিখেছেন, যারা তুলনা টানেন তারা আসলে মিউজিক টাই বোঝেন না। অনুরাগের এই কমেন্টকে সমর্থন করেছেন অরিজিত্ সিং।
আরও পড়ুন : অরিজিৎ সিংয়ের গিটারে লেখা ‘ঝিলিক’ আসলে কে? কেন এই মেয়েটির নাম লেখা থাকে গিটারে?