Akshay Kumar`s Sister Alka Bhatia : বলিউড (Bollywood) অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar) -কে তো সকলেই চেনেন। তার স্ত্রী টুইংকেল খান্নাও ইন্ডাস্ট্রির একজন তারকা। অক্ষয় এবং তার স্ত্রী, পুত্র, কন্যা, শ্বশুর মশাই রাজেশ খান্না, শাশুড়ি ডিম্পলকে নিয়ে চর্চা চললেও অভিনেতার নিজের বাড়ির তরফে সেভাবে কেউ লাইম লাইটে আসেন না। তাই অনেকেই জানেন না অক্ষয়ের এক সুন্দরী বোন রয়েছেন।
অক্ষয় কুমারের বোনের নাম অলকা ভাটিয়া (Alka Bhatia)। অভিনেতার এই সুন্দরী বোনের সম্পর্কে খুব কম মানুষই জানেন। আসলে তিনি সেভাবে ক্যামেরার সামনে আসতে পছন্দ করেন না। তবে তার চেহারা দেখলে কিন্তু অবাক হয়ে যেতে হয়। বলিউড সুন্দরীদের তুলনায় তিনি কিছু কম নন। তবে তার ব্যক্তিগত জীবন নিয়ে উঠে এসেছে একটি চাঞ্চল্যকর তথ্য।
অক্ষয় কুমার কাজের বাইরে আপাদমস্তক একজন ফ্যামিলি ম্যান। তিনি ভাই হিসেবেও খুবই ভাল। নিজের বোনকে সবসময় আগলে আগলে রাখেন। কিন্তু অক্ষয় কুমার ৫৭ বছর বয়সী একজন ব্যক্তির সঙ্গে নিজের সুন্দরী বোনের বিয়ে দিয়েছেন। যার সঙ্গে তার বোনের বয়সের পার্থক্য প্রায় ১৮ বছর।
অলকা ভাটিয়ার সঙ্গে বিয়ে হয়েছে ব্যবসায়ী সুরেন্দ্র হীরানন্দানী (Surendra Hiranandani) -র। ২০১২ সালে তাদের বিয়েটা হয়। তাদের বিয়ের পর পেরিয়ে গিয়েছে ১১ টি বছর। কয়েক বছর আগে কপিল শর্মা শোতে নিজের বোনের সঙ্গে প্রথমবার সকলের পরিচয় করিয়ে দেন অক্ষয়। তখন তার রূপ দেখে চমকে গিয়েছিলেন সকলে। এরপরই জানা যায় অক্ষয় কুমারের বোন তার থেকে বয়সে বড় এক ব্যক্তিকে বিয়ে করেছেন।
আসলে অলকা এবং সুরেন্দ্র ভালবেসে বিয়ে করেছেন। মিডিয়া রিপোর্ট অনুসারে যখন তাদের সম্পর্কের কথা প্রথমবার অক্ষয় কুমার জানতে পারেন তখন তিনি বেশ চমকে গিয়েছিলেন। কিন্তু পরে তিনি বোনের খুশির কথা ভেবে এই সম্পর্কে রাজি হয়ে যান। এখন অলকার বয়স ৫০ বছর। অন্যদিকে তার স্বামীর বয়স ৬৮ পেরিয়েছে।
আরও পড়ুন : রূপে বলিউড নায়িকাদের টেক্কা দেবে, অক্ষয় কুমারের শ্যালিকাকে দেখলে সরবে না চোখ
তবে বয়সের অনেক বড় পার্থক্য থাকলেও অলকা ও সুরেন্দ্র কিন্তু সুখে সংসার করছেন। তারা ভীষণ সুখী দম্পতি। দাদা অক্ষয় কুমারের সঙ্গেও অলকার সম্পর্ক খুবই ভাল। সেই সঙ্গে ভগ্নিপতির সঙ্গেও অক্ষয়ের ভাল সম্পর্ক রয়েছে। তবে অক্ষয় কুমারের বোন কিংবা তার স্বামী কেউই ক্যামেরার সামনে আসতে পছন্দ করেন না।
আরও পড়ুন : অক্ষয়ের জন্যই রাতারাতি বলিউড ছেড়ে দেন আসিন, জানেন কী ঘটেছিল?