শুধু রামায়ণ নয়, দূরদর্শনের এই ৬ ধারাবাহিকের জনপ্রিয়তা আজও আকাশছোঁয়া

Old Popular Serials In Doordarshan : ‘আদিপুরুষ’ (Adipurush) নিয়ে বিতর্ক চলাকালীন আবার রামানন্দ সাগর (Ramanand Sagar)-এর রামায়ণ (Ramayana)-এর সুনাম করার শুরু করেছেন। তবে শুধুমাত্র ‘রামায়ণ’ নয়, সেই সময় দূরদর্শন (Doordarshan)-এ এছাড়াও বহু জনপ্রিয় ধারাবাহিক দেখানো হত এই চ্যানেলে। সেই ধারাবাহিকগুলোও খুব জনপ্রিয় ছিল। জেনে নিন সেই ধারাবাহিকগুলোর নাম।

মহাভারত (Mahabharat) : রামায়ণের মতই মহাভারতও বানিয়েছিলেন পরিচালক বিআর চোপড়া (BR Chopra)। রামায়ণের মত এই ধারাবাহিকটিও দর্শকদের মধ্যে খুব জনপ্রিয়তা অর্জন করেছিল। আজও জনপ্রিয়তা কমেনি এই ধারাবাহিকের।

Chandrakanta

চন্দ্রকান্ত (Chandrakanta) : জনপ্রিয়তার নিরিখে দ্বিতীয় স্থানে ছিল ধারাবাহিকটি। ১৯৯৪ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত এই ধারাবাহিকটি সম্প্রচারিত হয়েছিল। ধারাবাহিকের চরিত্রগুলি আজও দর্শকদের মধ্যে খুব জনপ্রিয়।

চাণক্য (Chanakya) : পরিচালক ও অভিনেতা ডঃ চন্দ্রপ্রকাশ দ্বিবেদী (Chandraprakash Dwivedi)-র লেখা জনপ্রিয় ধারাবাহিক হল ‘চাণক্য’। পরিচালক চন্দ্রপ্রকাশ নিজেই মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন এই ধারাবাহিকে।

Buniyaad

বুনিয়াদ (Buniyaad) : ভারতে প্রথম যখন টিভি চল শুরু হল ঠিক তখন এই ধারাবাহিকটির সম্প্রচারণ শুরু হয়েছিল। সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে দেখানো হয়েছিল এই ধারাবাহিকের মাধ্যমে। এই ধারাবাহিকটির পরিচালনা করেছিলেন রমেশ সিপ্পি ও জ্যোতি।

শান্তি (Shanti) : এই ধারাবাহিকটি সেই সময় দূরদর্শনের অন্যান্য ধারাবাহিকের চেয়ে অনেক বেশি পরিমাণে চলেছিল। এই সিরিয়ালে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী মন্দিরা বেদী (Mandira Bedi)। আজও খুব জনপ্রিয় এই ধারাবাহিকটি।

Shaktimaan

আরও পড়ুন : দূরদর্শন থেকে শুরু, টিভিতে কাজ করেই আজ বলিউডের সুপারস্টার এই ৬ তারক

শক্তিমান (Shaktimaan) : তবে সেই সময় শিশুদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছিল ‘শক্তিমান’। এই ধারাবাহিক প্রথমবার একজন ভারতীয় সুপারহিরোর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল। তবে এতদিন পরেও ধারাবাহিকটির জনপ্রিয়তা একটুও কমে যায়নি। তবে এবার খুব শীঘ্রই বড় পর্দায় দেখা যাবে ‘শক্তিমান’কে। সেই ঘোষণাও করা হয়েছিল গত বছর।

আরও পড়ুন : দূরদর্শনের শ্রীকৃষ্ণের এখন কী অবস্থা হয়েছে জানেন? দেখলে চিনতেই পারবেন না আপনি