World Smallest Bag By Louis Vuitton : বিলাসবহুল জীবনযাপন হোক কিংবা স্টাইল স্টেটমেন্ট এই দুটি বিষয় মেইনটেইন করে চলার জন্য শখ থাকাটাই সব নয়, তার সঙ্গে অর্থনৈতিক দিক থেকে মজবুত হওয়াটাও জরুরি। আর তা না হলে এই ধরনের লাইফস্টাইল থেকে দূরে থাকাই উচিত। সম্প্রতি একটি আশ্চর্য জিনিস তৈরি করছে শিল্পী MSCHF। এই আশ্চর্য জিনিসটি হল মাইক্রো লুই ভিতোঁ ব্যাগ (Micro Louis Vuitton Bag)।
আশ্চর্যের ব্যাপার হল এই ব্যাগটি লবণের দানার থেকেও ছোট। আর সেই কারণেই নেট দুনিয়ার ছড়িয়ে পড়েছে এই ব্যাগটির বিভিন্ন ছবি। তবে আকারে এত ছোট হওয়ার সত্ত্বেও এই ব্যাগের একটি পকেট রয়েছে। শুধুমাত্র মাইক্রোস্কোপ দিয়েই দেখা যায় পকেটগুলো। শিল্পী MSCHF-তার ইনস্টাগ্রাম এই ব্যাগের একটি ছবি পোস্ট করে লিখেছেন, “বড় হ্যান্ডব্যাগ, সাধারণ হ্যান্ডব্যাগ এবং ছোট হ্যান্ডব্যাগ সকলেই রয়েছে, তবে এটি ব্যাগের ক্ষুদ্রকরণের একদম শেষ পর্যায়।”
সোশ্যাল মিডিয়ায় এই ব্যাগের ছবি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের কমেন্টে ভরে যায় কমেন্ট বক্স। আশ্চর্য এই ব্যাগের ছবি দেখে একজন কমেন্ট করে লিখেছেন, “সত্যি বলতে, আমি যদি সত্যিই ধনী হতাম, আমি এটি কিনে একটি কাচের ক্যাবিনেটের নীচে রাখতাম, এটি বেশ মজার হত।”
এরপর আরও একজন মজা করে লিখেছেন, “এটা কী? পিঁপড়ের জন্য তৈরি হ্যান্ডব্যাগ? তাও এটির আকারের অন্তত ৩টি গুণ হতে হবে।” আসলে সকলেই এই ছোট্ট ব্যাগটি দেখে অবাক হয়েছেন। সবচেয়ে বড় কথা এই ব্যাগটি নাকি কিছুদিনের মধ্যেই নিলামে উঠতে চলেছে।
সুতরাং, চড়া দামে বিক্রি হতে চলেছে এই ছোট ব্যাগটি। আসলে পৃথিবীতে এমন বহু মানুষ রয়েছেন যারা এই ধরনের জিনিসপত্রের কালেকশন রাখতে পছন্দ করেন। তারা অনেক টাকা খরচ করে এই ধরনের জিনিসপত্রগুলো কিনেও থাকেন।
আরও পড়ুন : প্রিয়াঙ্কার নেকলেস থেকে ইশা আম্বানির হাতব্যাগ, এর দামেই বলিউডে ৫টা ছবি বানানো যাবে
এবার হয়তো এমনই কোনও মানুষ নিলামে কিনতে চলেছেন লুই ভিতোঁর মাইক্রো ব্যাগটি। তবে এখন এটাই দেখার যে কত টাকা দামে বিক্রি হয় এই ব্যাগটি। আসলে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করার পরেই এই ব্যাগটি খুব জনপ্রিয়তা অর্জন করেছে। এই জন্য হয়তো নিলামেও অনেক টাকা দাম পাওয়া যাবে।
আরও পড়ুন : ব্যাগের দামে গোটা বিশ্ব ঘোরা যায়, ইশা আম্বানির এই ‘পুতুল’ হ্যান্ডব্যাগের দাম কত জানেন?