Controversial Dialouges Of Ravan Ram Hanuman Of Adipurush : কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে ওম রাউত (Om Raut) পরিচালিত বহু প্রতীক্ষিত ছবি ‘আদিপুরুষ ‘ (Adipurush)। সিনেমা মুক্তির আগে প্রমোশন পর্বে বিতর্ক সঙ্গী হয়েছিল। শুক্রবার প্রেক্ষাগৃহে আদিপুরুষের আবির্ভাবেও সেই বিতর্কের জের কাটলো না। এই চলচ্চিত্রের বিভিন্ন ডায়লগ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বিতর্কের সৃষ্টি হয়েছে হনুমানের সংলাপ (Bajarangbali`s Dialouges In Adipurush) নিয়ে।
প্রভাস (Prabhas), সইফ আলি খান (Saif Ali Khan), কৃতী স্যানন (Kriti Sanon) অভিনীত এই ‘আদিপুরুষ’ ছবিটি নিয়ে দর্শকদের প্রত্যাশার পারদ ছিল আকাশছোঁয়া। কিন্তু, সেই আশায় কার্যত জল ঢেলে দিয়েছে এর দুর্বল চিত্রনাট্য এবং সংলাপ। বজরংবলী এবং মেঘনাদের মুখে ‘বাজারজাত’ সংলাপ বসানোর অভিযোগ তুলে তীব্র ভর্ত্সনা করেছেন দর্শকরা।
আদিপুরুষের এক দৃশ্য যখন হনুমান লঙ্কায় লুকিয়ে সীতা মার সঙ্গে দেখা করতে যায়।সেই সময় রাবণের সেনাবাহিনী তাকে ধরে ফেলে।আর তারপরেই হনুমানকে রাবণের সেনারা বলেন, ‘এই লঙ্কা কি তোর মাসির বাগান, যে হাওয়া খেতে এসেছিস।’
এরপরে হনুমানের লেজে আগুন ধরিয়ে দেওয়া হয়।তখন মেঘনাদ হনুমানকে প্রশ্ন করে জ্বলছে? আর তারপরেই হনুমানকে রীতিমতো বলতে শোনা যাচ্ছে, ‘কাপড় তোর বাবার, তেল তোর বাবার, আগুন তোর বাবার, জ্বলবেও তোর বাবার।’ যা শুনে চক্ষু চড়কগাছ সোশ্যাল মিডিয়ার।
এছাড়াও হনুমান লঙ্কা থেকে ফেরার পর রাম তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে? এর উত্তরে হনুমান বলেন,’বলেছি যারা আমাদের বোনেদের হাত লাগবে, তাদের লঙ্কা লাগিয়ে দেবো।’ অন্যদিকে,লক্ষণকে আক্রমণ করে ইন্দ্রজিৎ বলেন,’ আমার একটি সাপ তোমার শেষনাগকে লম্বা করে দিয়েছে, এখন তো বাক্স ভর্তি।’ এছাড়াও অঙ্গদ রাবণকে হুমকি দিয়ে বলেন, ‘আজ দাঁড়িয়ে আছিস,কাল শুয়ে থাকবি।’ এইরকম বিভিন্ন রকম আদিপুরুষের ডায়লগ মানুষের মনে ক্ষোভের সৃষ্টি করেছে।
তবে সম্প্রতি ছবির চিত্রনাট্যকার মনোজ মুন্তাশির বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। নিজের যুক্তি পেশ করে তিনি বলেন, ‘বিবিধের ভিড় রয়েছে ভারতে। আলাদা আলাদা মানুষ, আলাদাভাবে কথা বলেন। সেই কারণেই আদিপুরুষে সরল ভাষার ব্যবহার করা হয়েছে।’ তিনি আরও বলেন যে, ‘আমার মতে, ডায়ালগ সরল করে কোনও ভুল করিনি। ইচ্ছে করেই এই কাজ করেছি।’
আরও পড়ুন : ‘আদিপুরুষে’র সীতা হতে চাননি এই অভিনেত্রীরা, তৃতীয় নামটা চমকে দেবে
এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, ‘আদিপুরুষ ছবিতে তো অনেক চরিত্র রয়েছে। সিনেমার সমস্ত চরিত্র তো একই কায়দায় বলতে পারে না। তাছাড়া রামায়ণের কাহিনি আমরা বচন পরম্পরায় শুনেছি। আমি যে ছোট গ্রামে থাকতাম, সেখানে এই ভাষাতেই রামায়ণের গল্প বলা হতো।’
এদিকে আদিপুরুষের দর্শকরা বলছেন ভারতীয়দের ধর্মীয় আবেগ নিয়ে ছেলেখেলা করা হয়েছে এই সিনেমায়। ইতিমধ্যেই হিন্দু ধর্মের অবমাননা করার জন্য একটি ধর্মীয় গোষ্ঠীর পক্ষ থেকে ‘আদিপুরুষ’-এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
আরও পড়ুন : রাবণের স্ত্রী হতে নিলেন চড়া পারিশ্রমিক, ‘আদিপুরুষে’র মন্দোদরী আসলে কে জানেন?