5 Unforgettable Mistakes Of Adipurush Movie : ‘রামায়ণ’ (Ramayana) কিংবা ‘মহাভারত’ (Mahabharata) নিয়ে ভারতে বহু ছবি ও ধারাবাহিক তৈরি হয়েছে। কিন্তু কখনও ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়নি। কিন্তু গত বছর থেকে শুধুমাত্র একটি ছবি নিয়েই বিতর্ক তৈরি হয়েছে। এই ছবির নাম হল ‘আদিপুরুষ’ (Adipurush)। সম্প্রতি ছবিটি মুক্তি পাওয়ার পর থেকেই ছবির নানা বিষয়ে নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয়েছে নির্মাতাদের। জেনে নিন কোন ৫টি কারণে এই ছবিটি সমালোচিত হচ্ছে।
রাবণের সাজ : ‘রামায়ণ’-এ রাম ছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রটি হল রাবণের চরিত্র। কিন্তু এই ছবিতে এই চরিত্রটির লুক সম্পূর্ণ বদলে ফেলা হয়েছে। বিশেষ করে রাবণের দশটা মাথা এমন ভাবে দেখানো হয়েছে যে দেখে মনে হবে না সে রাবণ। এছাড়াও অভিনেতা সইফ আলি খান (Saif Ali Khan)-কে কেউ এই চরিত্রে পছন্দ করেননি। এটা ছবির নির্মাতাদের একটা বড় ভুল।
মেঘনাদের সাজ ও পোশাক : রাবণের মতই এই ছবিতে মেঘনাথের লুকও সকলকে চমকে দিয়েছে। সবচেয়ে অবাক হবেন মেঘনাথের হাতের ট্যাটু দেখে। মেঘনাথকে ভারতীয়রা কখনও এই ধরনের লুকে আগে দেখেননি। চরিত্রটিকে এভাবে দেখার পর দর্শকরা ক্ষুদ্ধ হয়েছেন।
বিভীষণের হেয়ারস্টাইল : ‘রামায়ণ’-এর রাবণের ভাইয়ের নাম হল বিভীষণ। রাবণের পরাজয়ের জন্য দায়ী করা হয় বিভীষণকে। কিন্তু এই ছবিতে তার লুকও সম্পূর্ণ বদলে ফেলা হয়েছে। একটি দৃশ্যে তাকে দেখে মনে হচ্ছে তিনি চুলে জেল মেখে এসেছেন। এটি আরও একটি কারণ এই ছবি নিয়ে বিতর্ক তৈরি হওয়ার।
হনুমানের সংলাপ : রামায়ণের সবচেয়ে জনপ্রিয় চরিত্রগুলির মধ্যে অন্যতম হলেন হনুমান। কিন্তু এই ছবিতে এই চরিত্রটিকে এমন সব সংলাপ দেওয়া হয়েছে যেগুলো দর্শকরা একদমই মেনে নিতে পারেননি। ছবিতে একটি দৃশ্যে হনুমান বলবে, “কাপড়া তেরে বাপ কা, তেল তেরে বাপ কা অউর জালেগি ভি তেরে বাপ কি।”হনুমানের এই সংলাপটি নিয়ে খুব বিতর্ক তৈরি হয়েছে।
আরও পড়ুন : শক্তিমান থেকে রামায়ণ, টিভির এই ১০ ধারাবাহিক দর্শকদের বিচারে আজও সেরা
রামচন্দ্রের পোশাক : মহাকাব্য রামায়ণে বিষ্ণু অবতার শ্রী রামচন্দ্রের জীবনের গল্পকেই তুলে ধরা হয়েছিল। কিন্তু এই ছবিতে রামচন্দ্রকে যে পোশাকে দেখানো হয়েছে তা দর্শকদের একদমই পছন্দ হয়নি। অনেকে বলেছেন, তাকে নাকি যিশু খ্রিস্টের মত দেখতে লাগছে। এই জন্যও ট্রোলিং করা হয়েছে ছবিটি নিয়ে।
আরও পড়ুন : মৃত্যুর আগে এই ৫টি উপদেশ দিয়েছিলেন রাবণ, জানলে জীবন বদলে যাবে