কোথায় হারিয়ে গেলেন ‘স্বয়ংসিদ্ধা’ মিঠু মুখার্জী? বয়সের ভারে জীর্ণ অভিনেত্রীর কীভাবে কাটছে দিন?

সত্তরের দশকে বহু জনপ্রিয় অভিনেত্রীর দেখা মিলেছিল বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি (Bengali Film Industry)-তে। তাদের মধ্যেই একজন হলেন অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায় (Mithu Mukhopadhyay)। কালো সাদা সিনেমায় তার অভিনয় এবং নাচ দেখে মুগ্ধ হয়ে‌ যেতেন বহু দর্শক। ‘যায় যায় প্রাণ যায়’, ‘মার ঝাড়ু মার’ গানে তার দুর্দান্ত পারফরমেন্স আজও ভুলতে পারেনি দর্শক।

তবে তার অভিনয় জীবন শুরু হয়েছিল ১৯৭১-৭২ সাল নাগাদ। তার প্রথম সুপারহিট ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৭৩ সালে। এই ছবির নাম ছিল ‘মর্জিনা-আবদুল্লা’ (Marjina Abdulla)। এই ছবিতে মর্জিনার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এই ছবিটি সুপারহিট হওয়ার পর মিঠুকে আর পিছনে ফিরে দেখতে হয়নি।

Mithu Mukherjee

তারপর ১৯৭৪ সালে মুক্তি পায় উত্তম কুমার (Uttam Kumar) ও সাবিত্রী চট্টোপাধ্যায় (Savitri Chatterjee) অভিনীত ‘মৌচাক’ (Mouchak) ছবিটি। এই ছবিতে রঞ্জিত মল্লিক (Ranjit Mallick)-এর বিপরীতে নায়িকার ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন তিনি।

এই ছবিতে রঞ্জিত মল্লিক ও তার জুটি হিট হওয়ার পর তারা জুটি বেঁধে আরও অনেক ছবিতে অভিনয় করেছিলেন। যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছিল ‘স্বয়ংসিদ্ধা’ (Swayamsiddha) ছবিটি। এছাড়াও তিনি উত্তমকুমারের সঙ্গেও। অভিনয় করেছিলেন তিনি।

Mithu Mukherjee

বাংলার পর মুম্বাইতেও কাজ করেছিলেন তিনি। ‘খান দোস্ত’ (Khaan Dost) ছবি দিয়ে বলিউডে পা রেখেছিলেন তিনি। এরপর  সফেদ ঝুট (Safed Jhooth), দিল্লাগি (Dillagi)-র মত ছবিতে অভিনয় করেছিলেন তিনি।এভাবে মুম্বাইতেও নিজের মজবুত জায়গা তৈরি করেছিলেন তিনি। তবে বেশিদিন মুম্বাইতে থাকেননি তিনি।

আরও পড়ুন : শুধু এই কারণে ছেলেকে কোনদিনও অভিনেতা হতে দেননি উত্তমকুমার, জানলে চমকে যাবেন

আবার বাংলায় ফিরে এসেছিলেন। কিন্তু বাংলা তখন আরও নতুন নায়িকা চলে এসেছিলেন। তাই আগের মত জনপ্রিয়তা পাননি তিনি। তবে তার শেষ ছবিটি বক্স অফিসে সুপারহিট হয়েছিল। এই ছবিটির নাম ছিল ‘আশ্রিতা’ (Ashrita)। কিন্তু তারপর হঠাৎ সিনেমার জগতে থেকে বিদায় নিয়েছিলেন তিনি। এরপর আর কোনও দিন সিনেমার পর্দায় দেখা যায়নি।

আরও পড়ুন :  মাঝরাতে সাবিত্রীর বাড়ির বাথরুমে লুকিয়েছিলেন উত্তমকুমার, এতদিন পর ফাঁস হল মহানায়কের সিক্রেট