বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে এমন অনেক অভিনেতা এবং অভিনেত্রী রয়েছেন যারা পড়াশোনাতে ছিলেন ভীষণ মেধাবী। অভিনয়ের টান না থাকলে বড় বড় সংস্থাতে অনায়াসে তাদের কাজ জুটে যেত। তেমনই একজন অভিনেত্রী হলেন ময়ূরী কঙ্গো (Mayoori Kango)। তার স্বপ্ন ছিল নায়িকা হওয়ার। তাই IIT তে নিজের কেরিয়ার বিসর্জন দিয়ে তিনি নায়িকা হতে এসেছিলেন ইন্ডাস্ট্রিতে।
১৯৯৫ সালে ‘নাসিম’ ছবি দিয়ে শুরু হয় ময়ূরীর বলিউড কেরিয়ার। এই ছবিতে তাকে দেখেই ‘পাপা কেহতে হে’ (Papa Kehte Hain) ছবির জন্য তাকে বেছে নেন মহেশ ভাট। ১৯৯৬ সালের এই ছবি তাকে বলিউডে ভীষণ জনপ্রিয় করে তোলে। এই ছবির ‘ঘর সে নিকাল তে হি’ (Ghar Se Nikalte Hi) গান শুনলে আজও দর্শকদের চোখের সামনে ভেসে ওঠে নায়িকার মুখ। এরপরেও বেশ কিছু ছবিতে অভিনয় করেছিলেন ময়ূরী।
শুধু বড় পর্দা নয়, নার্গিস, থোড়া গম থোড়ি খুশি, ডলার বাবু, কিটি পার্টির মত কিছু টেলিভিশন অনুষ্ঠানেও কাজ করেছিলেন ময়ূরী। কিন্তু ইন্ডাস্ট্রিতে তার যাত্রা খুব বেশি দিনের ছিল না। ২০০০ সালে মুক্তি পেয়েছিল তার শেষ ছবি ‘ভ্যামসি’। মহেশ বাবু এবং নম্রতা শিরোদকারের সঙ্গে তাকে একটি ছবিতে অভিনয় করতে দেখা যায়। কিন্তু ইন্ডাস্ট্রিতে ক্রমশ তার কেরিয়ার ডুবতে শুরু করে।
ময়ূরীর অভিনীত প্রায় ১৬ টি ছবি মুক্তি পায়নি। হতাশ হয়ে ২০০৩ সালে তিনি অভিনয় ছেড়ে দেন। এরপর বিয়ে করে নেন ঔরাঙ্গাবাদের এনআরআই আদিত্য ধিলোনকে। তারপর চিরতরে অভিনয় ছেড়ে দিয়ে তিনি স্বামীর সঙ্গে আমেরিকা চলে যান। ময়ূরী যখন অভিনয় শুরু করেন তখন তিনি ছিলেন টুয়েলভ প্লাস ছাত্রী। বিদেশে গিয়ে তিনি আবার পড়াশোনা শুরু করেন।
পড়াশোনাতে বরাবরই খুব মেধাবী ছিলেন। ময়ূরী আমেরিকাতে গিয়ে মার্কেটিং এবং ফিনান্সে এমবিএ করেন। বারুক কলেজ জিকলিন স্কুল অফ বিজনেস থেকে তিনি এমবিএ ডিগ্রী পান। এরপর তিনি আমেরিকাতে একটি সংস্থায় চাকরিও পেয়ে যান। ২০১২ সাল পর্যন্ত চাকরি করে ২০১৩ তে তিনি ভারতে ফিরে আসেন। ভারতে ফিরে তিনি পারফরমিক্স নামের একটি কোম্পানিতে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে চাকরি পান।
আরও পড়ুন : এই বাঙালি টিভি অভিনেত্রীর পারিশ্রমিকের কাছে বলিউড নায়িকারা নস্যি, চমকে দেবে পারিশ্রমিকের অংক
২০১৯ সালে গুগল ইন্ডিয়াতে জয়েন করেন ময়ূরী। এরপর তিনি এই ইন্ডাস্ট্রির হেড হয়ে যান। ২০১৯ সাল থেকে গুগল ইন্ডিয়াতে হেড অফ ইন্ডাস্ট্রি এজেন্সি পার্টনারশিপ পদে চাকরি করছেন বলিউডের এই প্রাক্তন অভিনেত্রী। একসময় বলিউডের জন্য তিনি কানপুর আইআইটিতে চান্স পেয়েও ছেড়ে দেন। বলিউড ছেড়ে এখন তিনি গুগলের একজন কর্মকর্তা হিসেবে নিযুক্ত আছেন।
আরও পড়ুন : সুন্দরী বউকে ফেলে পরকীয়া! এই বলিউড সুন্দরীর সঙ্গে রাত কাটাচ্ছেন অভিষেক, ধরা পড়লেন হাতেনাতে