বিগত বেশ কিছুদিন ধরেই বাংলা সিরিয়াল (Bengali Serial) -র কনটেন্ট নিয়ে সোশ্যাল মিডিয়াতে দর্শকদের একাংশকে আপত্তি তুলতে দেখা যাচ্ছে। নায়কের একাধিক বিয়ে, পরকীয়া থেকে শুরু করে কুটকাচালি, এসব সুস্থ সমাজকে দূষিত করছে – এমনটাই মত কারও কারও। তাই সামাজিক মাধ্যমে এসব নিয়ে ট্রোল চলতেই থাকে। বেশিরভাগ সিরিয়ালেই দেখা যায় নায়কের দুটো বউ, এমনকি নায়কের বাবারও দুটো বিয়ে!
এই দুটো বউ কিংবা দুটো শাশুড়ি, এসব নিয়ে তরতর করে এগোচ্ছে বাংলা সিরিয়ালের গল্প। কিন্তু কেন? এমন গল্প তো বাংলার সমাজব্যবস্থার সঙ্গে খাপ খায় না। সিরিয়াল নির্মাতাদের দাবি দর্শকরা খায় বেশি, তাই তারা বাধ্য হন সিরিয়ালে দুটো বউ নিয়ে আসতে। টলিপাড়ার অভিনেত্রীরাও কিন্তু এটাই মনে করেন। একই মত খেয়ালী দস্তিদার (Kheyali Dastidar) -রও।
দর্শকরা দেখছেন তাই, সবটাই নির্ভর করছে দর্শকের রুচির উপরে। খেয়ালীর কথায়, “দুটো বউটা সাধারণ ইস্যু হয়ে গিয়েছে। অনেকদিন ধরেই চলছে। দুটো প্রেমিক বা বর হলে কিন্তু আবার চলবে না। দর্শকরা মেয়েদেরই দুঃখ দেখতে চান। তাহলেই তারা দেখবেন। এটা না আসলে গোল সার্কেলের মত।”
খেয়ালী আরও বলেছেন, “সবাই বলছে দর্শক দেখছে তাই দুটো বউ আসছে। আবার যখন দুটো বউ থাকছে না, অন্য টপিক আসছে টিআরপি আসছে না। আবার টিআরপি আনতে দুটো বউ আসছে। সবকিছুর ভগবান হয়ে গিয়েছে টিআরপি। এটা যতদিন থাকবে দুটো বউ ততদিন থাকবে।” সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলের কাছে সাক্ষাৎকার দেওয়ার সময় এমনটাই বলেন অভিনেত্রী।
উল্লেখ্য, ‘আয় তবে সহচরী’ সিরিয়ালটি চলার সময় অভিনেত্রী কনীনিকা ব্যানার্জীও একটি প্রেস কনফারেন্সে একই কথা বলেছিলেন। তিনি পরকীয়া প্রসঙ্গে বলেছিলেন, “দর্শকরা দেখতে চায় বলেই তো দেখানো হয়। কলেজ-পড়াশোনা এসব দেখালেই টিআরপি পড়ে যাচ্ছে। দর্শকদের প্রশ্ন, ওরা কেন এই সেকেলে চিন্তাধারার জিনিসপত্র দেখে টিআরপি বাড়ায়?”
আরও পড়ুন : ফ্রক পরা ছোট্ট এই মেয়ে আজ বাংলার ‘নায়িকা নাম্বার ১’, দেখুন চিনতে পারছেন তাকে?
কনীনিকার সাফ কথা ছিল যতদিন দর্শকরা পরকীয়া দেখতে চাইবেন ততদিন সিরিয়ালে এসবই চলবে। তিনি দর্শকদের কাছেই অনুরোধ করেন, “ভাই আপনারা এসব দেখা বন্ধ করুন।” পরকীয়া নেই বলেই যেমন শেষ হতে চলেছে স্টার জলসার মেয়েবেলা সিরিয়ালটি। সিরিয়াল নির্মাতারা চেষ্টা করলেও দর্শকদের রুচি বদলাচ্ছে কি?
আরও পড়ুন : ‘বীথি’র জন্য কত পারিশ্রমিক নিতেন রূপা গাঙ্গুলী? কত পাচ্ছেন অনুশ্রী? টাকার অঙ্ক চমকে দেবে