বাংলার গর্ব, তারকাসন্তান হলেও বাবা-মায়ের থেকে বেশি সফল হয়েছেন এই ৫ তারকা

বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে তারকাসন্তানদের প্রবেশের প্রসঙ্গে বারবার উঠেছে নেপোটিজমের অভিযোগ। কেবলমাত্র সফল তারকার সন্তান বলেই যোগ্যতা না থাকা সত্ত্বেও ইন্ডাস্ট্রিতে একের পর এক সুযোগ পান তারা। কিন্তু টলিউড (Tollywood) -এর ক্ষেত্রে ব্যাপারটা সেরকম নয় বরং ঠিক তার উল্টো। এখানে এমন কিছু তারকা রয়েছেন যারা জনপ্রিয়তার বিচারে বাবা-মাকেও ছাপিয়ে গিয়েছেন। দেখুন এই তালিকায় রয়েছেন কোন বঙ্গসন্তানরা।

রাইমা সেন (Raima Sen) : মহানায়িকা সুচিত্রা সেনের কন্যা মুনমুন সেন (Moon Moon Sen) ইন্ডাস্ট্রিতে প্রবেশের পর তার মায়ের মত সাফল্য পাননি। মুনমুনের পর তার দুই মেয়ে রিয়া এবং রাইমাও প্রবেশ করেন টলিউডে। দিদিমার মত সাফল্য ছুঁতে না পারলেও নিজের মাকে কিন্তু ছাপিয়ে গিয়েছেন রাইমা। টলিউড এবং বলিউড দুই ইন্ডাস্ট্রিতেই তিনি কাজ করছেন এখন।

prasenjit chatterjee

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) : প্রসেনজিৎ হলেন বিশ্বজিৎ চ্যাটার্জী (Biswajit Chatterjee) -র পুত্র। বিশ্বজিৎ তার নিজের আমলের একজন বড় মাপের তারকা ছিলেন। টলিউড এবং বলিউডে তার অনেক নামডাক ছিল। তবে তার ছেলে প্রসেনজিৎ সফলতার দিক থেকে বাবাকেও ছাপিয়ে গিয়েছেন। ৯০ এর দশকে ইন্ডাস্ট্রিতে তার একচ্ছত্র আধিপত্য ছিল।

আবীর চট্টোপাধ্যায় (Abir Chatterjee) : অভিনেতা ফাল্গুনী চট্টোপাধ্যায়ের ছেলে হলেন আবির। ফাল্গুনী চট্টোপাধ্যায় (Phalguni Chatterjee) ছোট পর্দার পরিচিত মুখ। তাকে ধূলোকণা, এই পথ যদি না শেষ হয় সিরিয়ালে অভিনয় করতে দেখেছেন দর্শকরা। তবে আবির জনপ্রিয়তার দিক থেকে তার বাবাকেও ছাপিয়ে গিয়েছেন। বর্তমানে ইন্ডাস্ট্রির একজন প্রথম সারির অভিনেতা তিনি।

Riddhi Sen

ঋদ্ধি সেন (Riddhi Sen) : ঋদ্ধি হলেন অভিনেতা কৌশিক সেন (Koushik Sen) এবং রেশমি সেনের ছেলে। তার ঠাকুমার চিত্রা সেন বাংলা সিরিয়ালের একজন জনপ্রিয় অভিনেত্রী। খুব কম বয়সে অভিনয় জগতে প্রবেশ করেন ঋদ্ধি। এরই মধ্যে তিনি জাতীয় পুরস্কার পুরে ফেলেছেন নিজের ঝুলিতে। অল্পবয়সেই তিনি যে সাফল্য অর্জন করেছেন তা থেকে বলা যায় ভবিষ্যতে অনেক বড় মাপের অভিনেতা হতে পারবেন ঋদ্ধি।

Rwitobroto Mukherjee

আরও পড়ুন : ঋতুপর্ণাকে ‘থলথলে মহানায়িকা’ বলে প্রবল কটাক্ষ! সমালোচনার ঝড় নেটপাড়ায়

ঋতব্রত মুখোপাধ্যায় (Rwitobroto Mukherjee) : বাংলা সিনেমার জনপ্রিয় খলনায়ক হলেন শান্তিলাল মুখোপাধ্যায় (Shantilaal Mukherjee)। তার ছেলে ঋতব্রতও অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিচ্ছেন। খুব কম বয়সে অভিনয় জগতে তার ডেবিউ হয়েছিল। এরইমধ্যে বেশ কিছু ছবিতে অভিনয় করে ফেলেছেন তিনি। এত কম বয়সেই টলিউডের সেরা অভিনেতাদের তালিকায় উঠে এসেছে তার নাম।

আরও পড়ুন : আবীর চ্যাটার্জীর স্ত্রী আসলে কে জানেন? চমকে দেবে তার শিক্ষাগত যোগ্যতা