বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রির সুপারস্টার জুটি মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) এবং যোগিতা বালি (Yogeeta Bali)। সিনেমার পর্দায় নয়, তারা আসলে জুটি বেঁধেছিলেন বাস্তব জীবনে। আজ থেকে কয়েক দশক আগে যোগিতা এবং মিঠুনের বিয়ে হয়। তার আগে ইন্ডাস্ট্রিতে যোগিতা ছিলেন প্রথম সারির একজন নায়িকা। মিঠুনকে বিয়ে করার পর তিনি ছেড়ে দেন অভিনয়। পুরোদস্তুর মন দেন সংসারে।
মিঠুন এবং যোগিতার চার সন্তান, তিন ছেলে এবং এক পালিত কন্যাকে নিয়ে সুখের সংসার তাদের। কিন্তু এই সুখের সংসারেই কয়েক বছর আগে নেমে এসেছিল অন্ধকার। যখন মিঠুনের বড় ছেলে মহাক্ষয় চক্রবর্তী (Mahaakshay Chakraborty) বলিউড সিনেমাতে পা রেখেছিলেন ‘জিমি’ (Jimmy) ছবির হাত ধরে। নায়ক হিসেবে দর্শকদের মনের ছাপ ফেলা তো দূর, অভিনেতা হিসেবে চরম ব্যর্থ হন তিনি।
বাবা এবং মা দুজনেই যেখানে এত বড় মাপের তারকা সেখানে সন্তানের এমন ব্যর্থতা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল বলিউডের অভ্যন্তরে। মহাক্ষয় ওরফে মিমোর ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। এমনিতেই এতে হতাশা গ্রাস করেছিল চক্রবর্তী পরিবারকে। তার উপর আবার মিমোকে নিয়ে বলা হতে থাকে তিনি নাকি জুনিয়র আর্টিস্ট হওয়ারও যোগ্য নন।
কিন্তু এর থেকেও মারাত্মক অপমানিত হতে হয়েছিল যোগিতাকে। সন্তানের ব্যর্থতায় তাকে নিয়ে হাসাহাসি শুরু হয়ে যায় দস্তুরমত। একটি কমেডি শো-তে এক কৌতুক অভিনেতা এই প্রসঙ্গে বলেছিলেন, ‘‘মিমোর ছবি দেখে মনে হয় যোগিতার যোগ্যতা নেই।” এই কথায় মনে মারাত্মক আঘাত পেয়েছিলেন যোগিতা। রাগে ফুঁসে উঠেছিলেন মহাক্ষয়।
তিনি এর প্রতিবাদ করে বলেন, “একদম আমার মাকে নিয়ে কথা নয়। আমার বাবা ইন্ডাস্ট্রির মানুষ, তিনি কিংবদন্তি। কিন্তু মাকে এসবের মধ্যে টেনে আনা কেন? কতগুলো নীতি-নৈতিকতার ব্যাপার আছে তো যে কারও মাকে নিয়ে এভাবে কথা বলা যায় না। বাবাকে নিয়ে বলো, ঠিক আছে। আমাকে নিয়ে ঠাট্টা-ইয়ার্কি হলেও সমস্যা নেই। কিন্তু মা কেন?”
আরও পড়ুন : পরিবারে আসছে নতুন সদস্য, দাদু হতে চলেছেন মিঠুন চক্রবর্তী
মিমোর কথায় ছবি মুক্তি পাওয়ার পর তাকে নিয়ে নির্মম সমালোচনা হয়েছিল। বাইরে এত সমালোচনা তাকে ভেতরভেতর ভেঙে দিয়েছিল। মিঠুন এবং যোগিতাও কেঁদে ফেলেন ছেলের ব্যর্থতায়। পরে অবশ্য তিনি হন্টেড থ্রি-ডি (Honted 3D), এনিমি (Enemy) ছবিতে অভিনয় করেন। সদ্য মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি ‘যোগীরা সারা রারা’ (Jogira sara rara।
আরও পড়ুন : ছেলের জন্য হেঁট হয়ে যায় মাথা, আজও সমাজে মুখ দেখাতে পারেন না মিঠুন চক্রবর্তী, কেন জানেন?