সামনেই বিয়ের পিঁড়িতে বসবেন ‘গৌরী’ মোহনা, পাত্র কে? ফাঁস হল সিক্রেট

জি বাংলা (Zee Bangla) চ্যানেলের গৌরী এলো (Gouri Elo) ধারাবাহিকটি এখন দর্শকদের অতি পছন্দের একটি সিরিয়াল। শুরু থেকেই অবশ্য সিরিয়ালের টিআরপি ছিল চড়া। তবে বর্তমানে এই সিরিয়ালের টিআরপি আরও বেড়েছে। তাই তো গত সপ্তাহে তালিকায় প্রথম স্থান দখল করে নিয়েছে গৌরী। ধারাবাহিকের নায়ক বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় (Biswarup Bandopadhyay) এবং নায়িকা মোহনা মাইতি (Mohona Maity) -ও দারুণ জনপ্রিয়তা পেয়েছেন দর্শকদের কাছে।

পর্দার গৌরী-ঈশানের কেমিস্ট্রিতে বুঁদ হয়ে থাকেন দর্শকরা। বাস্তবেও কিন্তু তাদের মধ্যে দারুণ বন্ডিং রয়েছে। যদিও বাস্তবে বিশ্বরূপের থেকে মোহনার বয়সের পার্থক্য ১৮ বছর। কিন্তু সেটে তারা একেবারে বন্ধুর মত। সম্প্রতি সহ-অভিনেত্রীর ব্যক্তিগত জীবন সম্পর্কে একগুচ্ছ সিক্রেট ‘দিদি নাম্বার ওয়ান’ (Didi Number One) -এ ফাঁস করে দিলেন বিশ্বরূপ।

GOURI ELO

দিদি নাম্বার ওয়ান এর সেলিব্রিটি স্পেশাল পর্বে হাজির হয়েছিলেন বিশ্বরূপ এবং মোহনা। এখনও ১৮ -এর গণ্ডি পার হতে পারেননি মোহনা, অথচ তিনি এখন পর্দায় এক ১০ বছর বয়সী মেয়ের মা! এই বছরে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন মোহনা। বিশ্বরূপ রচনা ব্যানার্জীকে জানান সামনেই নাকি বিয়ের পিঁড়িতে বসবেন মোহনা। এমনকি পাত্র ঠিক হয়ে গিয়েছে।

চ্যানেলের তরফ থেকে শেয়ার করা একটি দৃশ্যে দেখা যাচ্ছে রচনা মোহনাকে প্রশ্ন করছেন, “কেমন আছো? গৌরী এলো নিয়ে কতটা ব্যস্ত?” জবাবে মোহনা বলেন, “ধারাবাহিকের ব্যস্ততা রয়েছে। তবে গতবার এসে বলেছিলাম সামনে একটা পরীক্ষা রয়েছে সেটা হয়ে গিয়েছে। তাই চাপটা একটু কম।” এই কথা শুনেই বিশ্বরূপ তাকে নিয়ে মজা করতে শুরু করেন।

GOURI ELO

বিশ্বরূপকে বলতে শোনা যায়, “ওই একটা সময় ছেলেরা যে গতিতে পড়াশোনা করলে পরিবারে বলা হত, আর ২টো বছর কাটা, তারপর একটা পানের দোকান করে দেব। আর মেয়েদের যেখানে বলতো, আর ২টো বছর কাটিয়ে নে, তারপর বিয়ে দিয়ে দেব। মোহনা এখন সেই দিকেই এগোচ্ছে।” এরপর রচনা প্রশ্ন করেন, “গৌরীর কি তাহলে বিয়ে হতে চলেছে?”

GOURI ELO

আরও পড়ুন : ডান্স বাংলা ডান্সে আর দেখা যাবে না অঙ্কুশকে? রাতারাতি কেন সঞ্চালনা ছাড়লেন অভিনেতা?

বিশ্বরূপ বলেন, “হ্যাঁ কিছুদিনের মধ্যেই। আমরা পাত্রও খুঁজে রেখেছি।” এই কথা শুনে মোহনা হতবাক হয়ে যান। হাত নেড়ে তিনি প্রতিবাদ জানান। ‘গৌরী এলো’র গল্পের সময়টা এখন বেশ খানিকটা এগিয়ে গিয়েছে। গল্পে এন্ট্রি হয়েছে গৌরী-ঈশানের মেয়ে তারার। তার মধ্যেও রয়েছে দৈব শক্তি। আগামী ১২ই জুন থেকে সন্ধ্যা সাড়ে সাতটার বদলে সন্ধ্যা ছয়টার সময় সম্প্রচারিত হবে গৌরী এলো।

আরও পড়ুন : একা মিঠাই নয়, এই মাসেই বন্ধের মুখে জনপ্রিয় আরও ৬ বাংলা সিরিয়াল