জি বাংলা (Zee Bangla) চ্যানেলের মিঠাই (Mithai) সিরিয়ালটি বন্ধ হয়ে যাবে জেনে দর্শকদের মন এখন এমনিতেই খারাপ। মন খারাপ সত্বেও দর্শকরা এখন তাদের অতি পছন্দের এই সিরিয়ালটিকে বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছেন। আগামী ১১ই জুন মিঠাই সিরিয়ালের অন্তিম সম্প্রচার হবে। কিন্তু শুধু মিঠাই বন্ধ করেই থামছে না জি বাংলা। বন্ধ হবে আরও বেশ কিছু সিরিয়াল।
জি বাংলা এবং স্টার জলসা (Star Jalsha) -তে এখন বেশ কিছু সিরিয়ালের টিআরপি খুবই কম। আর করোনা পরবর্তী সময়ে টিআরপিই হয়ে উঠেছে বাংলা সিরিয়ালের প্রধান বিষয়। কাজেই নির্দিষ্ট সময়ের আগেই অনেক ক্ষেত্রে গল্প অসমাপ্ত রেখে বিদায় নিচ্ছে একের পর এক সিরিয়াল। সেই তালিকায় এবার মেয়েবেলা (Meye Bela), ইচ্ছে পুতুল (Icche Putul), মুকুট (Mukut) এবং সোহাগ জল (Sohag Jol) -র নামও জুড়ে গেল।
স্টার জলসা এবং জি বাংলা মিলিয়ে মোট পাঁচটি সিরিয়াল বন্ধ হতে পারে এই মাসে। এর মধ্যে দুটি সিরিয়ালের নাম আগেই জেনেছিলেন দর্শকরা। বাকি সিরিয়ালগুলোর নাম একেবারেই অপ্রত্যাশিত বলা চলে। টানা আড়াই বছর চলার পর বন্ধ হচ্ছে মিঠাই। সেই সঙ্গে স্টার জলসার গোধূলি আলাপ সিরিয়ালটিরও অন্তিম দিন ঘনিয়ে এসেছে।
এই দুটি সিরিয়াল বন্ধ হওয়ার নিশ্চিত খবর মিলেছে। বাকি সিরিয়ালগুলি অর্থাৎ ইচ্ছে পুতুল, সোহাগ জল, মুকুট এবং মেয়েবেলারও অন্তিম সময় ঘনিয়ে এসেছে। স্টার জলসা এবং জি বাংলার সিরিয়ালগুলোর টাইম স্লটে বিরাট পরিবর্তন হতে চলেছে খুব তাড়াতাড়ি। স্টার জলসাতে গাঁটছড়াকে সরিয়ে সেই জায়গায় আসছে তুঁতে নামের একটি নতুন সিরিয়াল।
অনাদিকে মেয়েবেলাকে সরিয়ে সেই জায়গাতে আসছে সন্ধ্যাতারা। নতুন সিরিয়ালের টাইম স্লট ঘোষণা হলেও মেয়ে বেলার জন্য নতুন কোনও স্লট বরাদ্দ হয়নি। কাজেই দর্শকরা ধরেই নিচ্ছেন সিরিয়ালটির অন্তিম সম্প্রচার হবে খুব তাড়াতাড়ি। অন্যদিকে সোহাগ জল, মুকুট এবং ইচ্ছে পুতুল ধারাবাহিকের টিআরপিও বেশ কম।
আরও পড়ুন : বেঙ্গল টপারেরও রক্ষে নেই, ফুলকি এসে তাড়াল জি বাংলার এই সিরিয়ালকে, মাথায় হাত দর্শকদের
খুব শীঘ্রই মানালি দে, বাসবদত্তা চ্যাটার্জী, স্নেহা চ্যাটার্জী এবং সৌমিলি বিশ্বাসদের নিয়ে একটা নতুন সিরিয়াল আসবে যার শুটিং শুরু হচ্ছে এই মাসে। কাজেই আরও একটি সিরিয়াল যে বন্ধ হবে তা বলাই বাহুল্য। এই জুন মাসেই তাই একাধিক সিরিয়ালের ভাগ্যের মোড় ঘুরে যাবে।
আরও পড়ুন : দারুণ মোড় আসছে অনুরাগের ছোঁয়াতে, সোনার মা হয়ে জনপ্রিয় এই খলনায়িকা পা রাখবেন সিরিয়ালে