উলটপালট টিআরপিতে কে হল বেঙ্গল টপার? রইল সেরা দশের তালিকা

এক সপ্তাহ পার, প্রকাশিত হল গত সপ্তাহের বাংলা টেলিভিশনের টিআরপি (TRP) তালিকা। গত সপ্তাহে অবশ্য জগদ্ধাত্রী (Jagadhatri) এবং অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa) একসঙ্গে টপার হয়েছিল। তবে এই সপ্তাহে অনুরাগের ছোঁয়া জগদ্ধাত্রীকে টেক্কা দিয়ে প্রথম স্থান দখল করেছে। ৭.৫ নম্বর পেয়ে অনুরাগের ছোঁয়া জগদ্ধাত্রীকে বেশ অনেকটাই পেছনে ফেলে দিয়েছে।

জগদ্ধাত্রী পেয়েছে ৭.০ নম্বর। জি বাংলা (Zee Bangla) -র চ্যানেল টপার এই সিরিয়ালটি এই সপ্তাহের টিআরটি তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। তবে সেরা পাঁচে কিন্তু ফের জি বাংলার জয়জয়কারই লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ দ্বিতীয় থেকে পঞ্চম স্থানের মধ্যে জি বাংলার সিরিয়ালগুলিই রয়েছে। তৃতীয় স্থানে রয়েছে গৌরী এলো (Gouri Elo)। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৮। চতুর্থ স্থানে আছে নিম ফুলের মধু (Neem Phuler Modhu)। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৪।

NEEM PHULER MODHU

পঞ্চম স্থানে অবশ্য যৌথভাবে আছে জি বাংলা এবং স্টার জলসা (Star Jalsha) -র দুটি সিরিয়াল। রাঙা বউ (Ranga Bou) এবং বাংলা মিডিয়াম (Bangla Medium), এই দুটি সিরিয়াল যৌথভাবে ৬.১ নম্বর পেয়েছে। ষষ্ঠ স্থানে আছে পঞ্চমী, যার প্রাপ্ত নম্বর ৫.৪। সপ্তম স্থানে আছে এক্কাদোক্কা সিরিয়ালটি। এই সিরিয়াল ৫.৩ নম্বর পেয়েছে। অষ্টম স্থানে যৌথভাবে রয়েছে স্টার জলসার দুটি সিরিয়াল।

মেয়েবেলা এবং হরগৌরী পাইস হোটেল সিরিয়াল দুটি অষ্টম স্থানে রয়েছে। দুটি সিরিয়াল পেয়েছে ৪.৭ নম্বর। নবম স্থানে আছে খেলনা বাড়ি। ৪.৪ নম্বর পেয়েছে এই দুটি সিরিয়াল। কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ রয়েছে দশম স্থানে। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৪.৩। এই গেল সেরা ১০ এর রিপোর্ট কার্ড। যেখানে সাফ সাফ দেখা যাচ্ছে মিঠাই এবারেও সেরা ১০ থেকে ছিটকে গিয়েছে।

MITHAI

আপাতত মিঠাই সিরিয়ালের নায়িকা সৌমিতৃষা চোট পেয়ে ছুটিতে রয়েছেন। এই সপ্তাহে মিঠাই পেয়েছে ২.৪ নম্বর। অন্যদিকে রামপ্রসাদের প্রাপ্ত নম্বর ৩.২। বলা ভাল মিঠাইয়ের বিপরীতে রামপ্রসাদ এখন স্লট লিড করছে। শোনা যাচ্ছে জুনের মাঝে মাঝে সময় মিঠাই সিরিয়ালটি বন্ধ হয়ে যাবে। আপাতত শেষের দিকে এগোচ্ছে মিঠাই রানী।

TUNTE

আরও পড়ুন : বাস্তবে মুখ দেখাদেখি বন্ধ মিঠাই-উচ্ছেবাবুর? আদৃতর সম্পর্কে বোমা ফাটালেন সৌমিতৃষা

অন্যদিকে আবার টিআরপি কম থাকার কারণে সরিয়ে দেওয়া হচ্ছে রাতের দিকে। আগামী ৫ই জুন থেকে রাত সাড়ে দশটার সময় দেখতে পাবেন এই সিরিয়ালটি। আর সেই জায়গাতে আসবে নতুন সিরিয়াল তুঁতে। সেই সঙ্গে বন্ধ করে দেওয়া হবে স্টার জলসার গোধূলি আলাপকে। অর্থাৎ এবার জগদ্ধাত্রীর বিপরীতে টিআরপি তোলার লড়াইয়ে থাকবে নতুন সিরিয়ালটি।

আরও পড়ুন : উচ্চমাধ্যমিকে কত নম্বর পেলেন মিঠাইয়ের ‘পিঙ্কি ভাবি’? চমকে দেবে তার ফলাফল