করুণাময়ী রানী রাসমণি (Korunamoyee Rani Rashmoni) ধারাবাহিক খ্যাত অভিনেতা সৌরভ দাস (Sourav Das) -এর কথা মনে আছে নিশ্চয়ই? এই ধারাবাহিকে গদাই ঠাকুরের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। রামকৃষ্ণদেবের সেই চরিত্রে সৌরভ দাসের অভিনয় দেখে দর্শকরা মুগ্ধ হয়েছিলেন। তবে ধারাবাহিকটি শেষ হয়ে যাওয়ার পর থেকে বেশ কয়েক মাস তাকে নতুন কোনও সিরিয়ালে দেখা যায়নি।
বাংলা টেলিভিশনের এই অভিনেতা তার নিখুঁত অভিনয়ের মাধ্যমে রামকৃষ্ণের মত মহাপুরুষের চরিত্রটিকে পর্দায় এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিলেন যে দর্শকরা তার প্রশংসায় ছিলেন পঞ্চমুখ। বহুদিন ধরেই দর্শকরা তাকে নতুন কোনও সিরিয়ালে দেখতে চাইছিলেন। অবশেষে ভক্তদের সেই মনোবাঞ্ছা তিনি পূরণ করলেন। জি বাংলা (Zee Bangla) -র নিম ফুলের মধু (Neem Phuler Modhu) তাকে সেই সুযোগ দিয়েছে।
বর্তমানে জি বাংলার এই সিরিয়ালটি দর্শকদের মধ্যে দারুণ জনপ্রিয়। টিআরপির বিচারে এখন দারুণ ফলাফল করছে সিরিয়ালটি। এই সিরিয়ালের নায়িকা পর্নার মধ্যে অনেকটা গোয়েন্দাগিন্নির ছাপ খুঁজে পাচ্ছেন দর্শকরা। যেমনভাবে সে একটার পর একটা ঘটনা এবং রহস্যের সমাধান করছে তাতে দর্শকরা চ্যানেল ঘোরানোর সুযোগ পাচ্ছেন না।
এবার নিম ফুলের মধুর নতুন গল্পের একজন চরিত্র হয়ে ধারাবাহিকে পা রাখলেন সৌরভ দাস। ধারাবাহিকের বর্তমান গল্পের প্রেক্ষাপট অনুসারে দত্তবাড়িতে এক বহুমূল্য গুপ্তধন রয়েছে। পাবনার একজন জমিদার সেই গুপ্তধন রেখে গিয়েছিলেন সৃজনের ঠাকুরদার বাবার কাছে। সেটা আসলে তাদের কুলদেবতা অর্থাৎ এক সোনার গণেশের মূর্তি।
এই মূর্তিটি রক্ষা করার দায়িত্ব ছিল দত্ত পরিবারের। মূর্তিটি যাতে কেউ হাতিয়ে না নিতে পারে তার জন্য সৃজনের ঠাকুরদার বাবা সেটিকে লুকিয়ে রেখেছেন কোনও এক বিশেষ জায়গায়। সেই মূর্তি খুঁজে পেতে হলে ধাঁধার সমাধান করতে হবে। কথা ছিল ৬৫ বছরের মধ্যে পাবনার ওই জমিদার পরিবার থেকে কেউ না এলে মূর্তিটা দত্তদের হয়ে যাবে।
আরও পড়ুন : রাতারাতি সিরিয়াল ছেড়ে বিদায় নিলেন বাংলা মিডিয়াম অভিনেত্রী, মন খারাপ দর্শকদের
এদিকে ৬৫ বছর পূরণ হওয়ার দিনই দত্তবাড়িতে হাজির পাবনার জমিদারের সেই উত্তরাধিকার। ওই জমিদার বাড়ির বংশধর হিসেবে হাজির হয়েছেন সৌরভ। মূর্তির দাবিদার এখন তিনিই। এতদিন বাদে সিরিয়ালে আবার সৌরভকে দেখে খুবই খুশি দর্শকরা। তাকে নিয়ে গল্প অনেকদূর এগিয়ে চলুক এমনটাই চাইছেন তারা।
আরও পড়ুন : উচ্চমাধ্যমিকে কত নম্বর পেলেন মিঠাইয়ের ‘পিঙ্কি ভাবি’? চমকে দেবে তার ফলাফল