বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে নেপোটিজমের রাজত্বে বহিরাগত অভিনেতা-অভিনেত্রীরা যোগ্য হলেও প্রাপ্য সম্মান পান না। ইন্ডাস্ট্রির আভ্যন্তরীণ রাজনীতিতে তাদের কেরিয়ার নষ্ট হয়েই যেত যদি না ওটিটি প্লাটফর্ম (OTT Platform) গুলি থাকত। আজকের এই প্রতিবেদনে রইল বলিউডের ৫ জন তারকার তালিকা যারা ওটিটিতে কাজ করে সুপারস্টার (OTT Superstars) হয়েছেন।
নীনা গুপ্তা (Neena Gupta) : নীনা গুপ্তা অসংখ্য হিন্দি ছবিতে কাজ করেছিলেন একসময়। যদিও বলিউডে কাজ করে তিনি তেমন পরিচিতি পাননি। এরপর যখন নীনা ওটিটিতে কাজ করতে শুরু করেন তখন থেকে তার কাজ দেখে প্রশংসা করতে থাকেন দর্শকরা। বিশেষ করে ‘পঞ্চায়েত’ সিরিজের পর তার জনপ্রিয়তা এখন আকাশ ছুঁয়েছে।
রঘুবীর যাদব (Raghuveer Yadav) : বলিউডের আরেক অভিনেতা রঘুবীর যাদবও ওটিটি মাধ্যমে পা রাখার পর সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করতে পেরেছিলেন। তাকে প্রথম প্রথম বলিউডের বেশ কিছু ছবিতে কাজ করতে দেখা গিয়েছিল। ‘পঞ্চায়েত’ সিরিজে অভিনয় করার পর অভিনেতা হিসেবে তার পরিচিতি বেড়েছে।
পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi) : দেখতে দেখতে বলিউডে অনেকগুলি বছর কাটিয়ে ফেলেছেন পঙ্কজ ত্রিপাঠি। কিন্তু ওটিটি মাধ্যমের চল শুরু হওয়ার আগে পর্যন্ত তাকে তেমন চিনত না কেউ। পরবর্তী দিনে সেক্রেড গেমস, মির্জাপুর, ক্রিমিনাল জাস্টিস সিরিজ তাকে বিখ্যাত করে তোলে।
দিব্যেন্দু (Divyendu) : মির্জাপুর ওয়েব সিরিজের মুন্না ভাইয়া ওরফে দিব্যেন্দুও এখন ওটিটি মাধ্যমের জনপ্রিয় মুখ। তিনি ‘পেয়ার কা পঞ্চনামা’ সহ বেশ কিছু বলিউড ছবিতেও কাজ করেছিলেন। তবে মির্জাপুর সিরিজ তাকে জনপ্রিয়তা এনে দিয়েছে।
আরও পড়ুন : সেক্স-রোমান্স থেকে থ্রিলার-সাসপেন্সে ভরপুর, এপ্রিল মাসে OTTতে আসছে এই ৬ ওয়েব সিরিজ
শেফালি শাহ (Shefali Shah) : ওটিটি মাধ্যমের আরেকজন জনপ্রিয় অভিনেত্রী হলেন শেফালী। তিনি দিল্লি ক্রাইম ওয়েব সিরিজে অভিনয় করার পর থেকে জনপ্রিয়তা অর্জন করতে শুরু করেন। এই সিরিজের পুলিশ অফিসার বর্তিকা চতুর্বেদী হয়ে দর্শকদের মনে গেঁথে রয়েছেন তিনি।
আরও পড়ুন : নেটফ্লিক্সের এই ১০টি ওয়েব সিরিজ দর্শকদের বিচারে সেরা, না দেখলে হবে চরম মিস