বাংলা সিনেমা এবং সিরিয়াল, দুটি ক্ষেত্রেই কার্যত দাপটের সঙ্গে অভিনয় করে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন অনুশ্রী দাস (Anushree Das)। বর্তমানে স্টার জলসা চ্যানেলে মেয়েবেলা (Meye Bela) সিরিয়ালে অভিনয় করছেন তিনি। এর আগে তাকে অসংখ্য ধারাবাহিকে অভিনয় করতে দেখেছেন দর্শকরা। যার মধ্যে ছিল খড়কুটো (Khorkuto), বালি ঝড় (Bali Jhor), মোহর (Mohor)। এখন মেয়েবেলাতেও নতুন বিথী হিসেবে তিনি দর্শকদের ভালবাসা পাচ্ছেন।
তবে অনুশ্রী দাস কেরিয়ারে যতটা সফল, তিনি তার ব্যক্তিগত জীবনে বিশেষ করে দাম্পত্য জীবনে ততটা সফলতা পাননি। দাম্পত্য জীবনে তাকে বহুবার ধাক্কা খেতে হয়েছে। তিনি বিয়ে করেছিলেন টলিউডের জনপ্রিয় খলনায়ক ভরত কল (Bharat Kaul) -কে। সহ-অভিনেতা হিসেবে তাদের আলাপ হয়। এরপর কিছুদিন প্রেমের সম্পর্কে থাকার পর তারা বিয়ে করে নেন।
১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ’বউ রানী’ দিয়ে অনুশ্রী অভিনয় শুরু করেন। ওই ছবিতে ভাস্কর চ্যাটার্জীর সঙ্গে তার জুটিটা দর্শকরা খুবই পছন্দ করেছিলেন। এরপর একে একে তিনি ‘রূপবান কন্যা’, ‘স্বামীর আদেশ’, ‘বকুল প্রিয়া’, ‘আমোদিনী’, ‘বিশ্বাস অবিশ্বাস’, ‘ভাই আমার ভাই’, ‘আটটা আটের বনগাঁ লোকাল’ এর মত ছবিতে কাজ করেছিলেন।
কেরিয়ার যখন মধ্যগগনে তখন তিনি ভরত কলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। তবে বিয়ের কিছু দিনের মধ্যেই তাদের সম্পর্কটা ভাঙতে শুরু করে। অনুশ্রীকে বিয়ের পরেও নাকি একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেতা। স্ত্রী হিসেবে সেটা মানতে পারেননি অনুশ্রী। একটা সময় পর তিনি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন।
অনুশ্রীর সাথে ডিভোর্স হওয়ার পর ভরত মুম্বাইতে চলে যান। সেখানে অভিনেত্রী সায়ন্তনী ঘোষের সঙ্গে তিনি দীর্ঘদিন লিভ ইনে ছিলেন। পরে যখন তার ক্যান্সার ধরা পড়ে তখন তিনি কলকাতাতে ফিরে আসেন। সেই সময় একটি সিরিয়ালে অভিনয়ের সূত্রে জয়শ্রী মুখার্জি (Jayashree Mukherjee) -এর সঙ্গে তার আলাপ হয়। তারা একে অপরের প্রেমে পড়ে যান।
আরও পড়ুন : নায়িকা থেকে সোজা পার্শ্বচরিত্র, স্টার জলসার এই সিরিয়ালে ফিরছেন তৃণা সাহা
কিছুদিন বাদেই জয়শ্রীকে বিয়ে করে নেন ভরত। এখন এক কন্যা সন্তানকে নিয়ে সুখে দিন গুজরান করছেন তারা। এদিকে ভরত কলের সঙ্গে বিচ্ছেদের পর অবশ্য নতুন করে আর কোনও সম্পর্কে জড়াননি অনুশ্রী। তিনি এখন সিরিয়ালে অভিনয় নিয়েই সময় কাটাচ্ছেন। মেয়েবেলার বিথী হিসেবে তার কাঁধে এখন সিরিয়ালকে দাঁড় করানোর গুরুদায়িত্ব রয়েছে।
আরও পড়ুন : মিঠাই, জগদ্ধাত্রী, গৌরীর দিন শেষ, ৩টি নতুন ধারাবাহিক আনছে জি বাংলা