পার্শ্বচরিত্রেও জিতে নিচ্ছেন দর্শকদের মন, কমলার বড়বৌদি ‘হরিমতি’ আসলে কে জানেন?

Star Jalsha Komola O Sriman Prithviraj Fame Horimoti Aka Sinchana Sarkar : স্টার জলসার (Star Jalsha) কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ (Komola O Sriman Prithviraj) ধারাবাহিকটি এখন দর্শকদের অন্যতম এক পছন্দের সিরিয়াল। প্রথম প্রথম অবশ্য এই ধারাবাহিক থেকে টিআরপি তালিকাতে জায়গা করে নিতে বেশ বেগ পেতে হচ্ছিল। আসলে এখানে সাংসারিক কুটকাচালি আর পরকীয়ার থেকে বেশি প্রাধান্য পাচ্ছে কিশোর বয়সের প্রেম-ভালবাসার গল্প।

ব্রিটিশ শাসিত সমাজ ব্যবস্থায় যখন বাংলায় বাল্যবিবাহের প্রচলন ছিল সেরকম এক প্রেক্ষাপটে এই গল্পের বুনন হয়েছে। কমলা এবং মানিক, দুজনেই অপ্রাপ্তবয়স্ক। তাদের অভিনয় দর্শকদের মন ছুঁয়ে যাচ্ছে। সেই সঙ্গে এই ধারাবাহিকের অন্যান্য পার্শ্ব চরিত্ররাও কিন্তু তাদের অভিনয়ের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে দিচ্ছেন।

SINCHANA SARKAR

কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ ধারাবাহিকে কমলার বড় বৌদি হরিমতি (Horimoti) এক খলচরিত্র। কুটবুদ্ধিতে ভরা তার মাথা। সে সবসময় তার ঠাকুরঝিকে সকলের সামনে অপদস্থ করতে চায়। কমলার সুখ্যাতি তার সহ্য হয় না। এরকম একটি চরিত্রকে বাস্তবায়িত করছেন অভিনেত্রী সিঞ্চনা সরকার (Sinchana Sarkar)। বয়স কিন্তু তারও খুব বেশি নয়।

পর্দায় হরিমতিকে দেখে অনেকেরই চেনা চেনা লাগতে পারে। তার এত নিখুঁত অভিনয় দেখে দর্শকদের সকলেরই মনে হচ্ছে সিঞ্চনা একজন জাত অভিনেত্রী। আসলেই তিনি খুব ছোটবেলা থেকে অভিনয় করছেন। খুব ছোট্ট থেকে অভিনয় করার সুবাদে আজ এই চরিত্রটিকে এত সুন্দর করে পর্দায় ফুটিয়ে তুলতে পারছেন তিনি। এবার কি ধরতে পেরেছেন তার আসল পরিচয়?

SINCHANA SARKAR

আরও পড়ুন : জামাইয়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে শাশুড়ি! ‘জি বাংলা’র গাঁজাখুরি সিরিয়াল দেখে ক্ষেপে লাল দর্শকরা

সিঞ্চনা এর আগে স্টার জলসার এক জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছিলেন। সেই সিরিয়ালের নাম ছিল ‘পটল কুমার গানওয়ালা’ (Potol Kumar Gaanwala)। সিরিয়ালে পটলের বোন তুলির চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। অতটুকু বয়সেই নেগেটিভ চরিত্রে অভিনয় করে তিনি তার দক্ষতার প্রমাণ দিয়েছিলেন। সেই তুলিই হলেন আজকের হরিমতি।

SINCHANA SARKAR

আরও পড়ুন : মিঠাই-জগদ্ধাত্রী ফেল, ভারত ছেড়ে বিদেশি ছবির নায়িকা হতে চলেছেন এই বাঙালি অভিনেত্রী

ছোট্ট তুলির চরিত্রটি ছিল প্রচন্ড হিংসাত্মক প্রকৃতির। সে পটলকে সহ্য করতে পারত না। হরিমতির চরিত্রটাও অনেকটা ঠিক একইরকম। সেও তার ননদ কমলাকে সহ্য করতে পারে না। সময় পেরিয়ে গিয়েছে, সেই ছোট্ট শিশু অভিনেত্রীরা আজ অনেকটাই বড় হয়ে গিয়েছেন। কিন্তু সিঞ্চনা তার অভিনয়ের মাধ্যমে হরিমতি চরিত্রের মধ্যে নিহিত কৌতুকরস এবং হিংসার মনোভাব নিখুঁতভাবে ফুটিয়ে তুলছেন।