Bengali Mega Serial’s TRP List : ১লা মে ছুটি থাকার কারণে এই সপ্তাহে বৃহস্পতিবারের বদলে একদিন পিছিয়ে শুক্রবার প্রকাশিত হল টেলিভিশনের রিপোর্ট কার্ড। তবে এই সপ্তাহের রিপোর্ট কার্ডেও কিন্তু সেরা ৫ এর তালিকা অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ গত সপ্তাহে যেমন টিআরপির সেরা ৫ এর তালিকাতে জগদ্ধাত্রী (Jagadhatri), অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa), গৌরী এলো (Gouri Elo), নিম ফুলের মধু (Neem Phuler Modhu), রাঙা বউরা (Ranga Bou) ছিল, এই সপ্তাহেও তাদের পরিবর্তন হয়নি।
কিন্তু এই সপ্তাহে সবাইকে চমকে দিয়ে সেরা ১০ এর তালিকাতে নম্বর অনেকটাই বাড়িয়ে নিয়েছে কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ (Komola O Sriman Prithviraj)। নম্বর বাড়ানো শুধু নয়, খেলনা বাড়িকে হারিয়ে দিয়ে স্লট লিডার হতে পেরেছে এই সিরিয়ালটি। চিরাচরিত কুটকাচালি, ষড়যন্ত্রের বদলে কিশোর বয়স্ক কমলা ও মানিকের মিষ্টি প্রেমকাহিনী আস্তে আস্তে বাঙালির মন জয় করে নিচ্ছে।
এই সপ্তাহে প্রথম স্থানে রয়েছে জগদ্ধাত্রী। ৮.৩ নম্বর পেয়ে জি বাংলার এই সিরিয়ালটি হয়েছে টপার। স্টার জলসার অনুরাগের ছোঁয়া ৭.৮ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। ৭.৪ নম্বর পেয়ে গৌরী এলো রয়েছে তৃতীয় স্থানে। নিম ফুলের মধু পেয়েছে ৭.২। ধারাবাহিকটি চতুর্থ স্থান ধরে রেখেছে। পঞ্চম স্থানে রয়েছে রাঙ্গা বউ। ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.১।
ষষ্ঠ স্থানে যৌথভাবে রয়েছে মেয়েবেলা এবং কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ। দুটি সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৫.৮। বাংলা মিডিয়াম রয়েছে সপ্তম স্থানে। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৭। গাঁটছড়া এবং পঞ্চমী রয়েছে অষ্টম স্থানে। দুটি ধারাবাহিক যৌথভাবে পেয়েছে ৫.৫ নম্বর। খেলনা বাড়ি এবং হরগৌরী পাইস হোটেল ৫.৪ নম্বর পেয়ে নবম স্থানে রয়েছে।
আরও পড়ুন – বেঁচে আছে খড়ি? সম্প্রচারের আগেই ফাঁস হল ‘গাঁটছড়া’র নতুন গল্প, আসছে ধামাকা পর্ব
এক্কাদোক্কা এবং সোহাগ জল, এই দুটি ধারাবাহিক ৫.১ নম্বর পেয়ে দশম স্থানে রয়েছে। অন্যদিকে এবারেও সেরা দশের তালিকাতে জায়গা করে নিতে পারেনি মিঠাই। তবে মিঠাই ও তার বিপরীতে রামপ্রসাদের লড়াইটা বেশ জমে উঠেছে। এই সপ্তাহে মিঠাই পেয়েছে ৪.১, রামপ্রসাদ নম্বর বাড়িয়ে ৩.৫ পেয়েছে। অর্থাৎ রামপ্রসাদের থেকে সামান্য ব্যবধানে এগিয়ে আছে মিঠাই।
আরও পড়ুন – রাতারাতি বদলে গেল ‘বিথীমাসি’র মুখ, কেন ‘মেয়েবেলা’ ছাড়লেন রূপা? ফাঁস হল সত্যিটা
রামপ্রসাদ সিরিয়ালটি শুরু হওয়ার পর থেকেই মিঠাইকে কড়া প্রতিদ্বন্দিতার মুখে ফেলে দিয়েছে। পায়েল দে, সব্যসাচী চৌধুরীর এই সিরিয়ালটি যে দর্শকদের থেকে ভাল সাড়া পাবে সেই নিয়ে নিশ্চিত ছিলেন নির্মাতারা। সেই মতো মিঠাইয়ের বিপরীতে আনা হয় এই সিরিয়ালটিকে। এর আগে দু-দুটি সিরিয়াল মিঠাইয়ের বিপরীতে বেশিদিন টিকতে পারেনি। সেই জায়গায় স্টার জলসাকে আশা দেখাচ্ছে রামপ্রসাদ।