বাংলা ও বাঙালির গর্ব হলেন সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং (Arijit Singh)। বর্তমান সময় সারা ভারতের সবচেয়ে জনপ্রিয় সঙ্গীত শিল্পী হলেন তিনি। তার সুরের যাদুতে মুগ্ধ বহু মানুষ। কিন্তু সারা বিশ্বে তার জনপ্রিয়তা থাকা সত্ত্বেও তিনি সব সময় সাধারণ জীবনযাপন করতেই বেশি পছন্দ করেন। বিলাসবহুল জীবনযাপনের বদলে সাধারণ জীবন কাটাতেই বেশি পছন্দ করেন তিনি।
সেই কারণেই মুম্বাইতে বিলাসবহুল বাড়ি থাকা সত্ত্বেও তিনি ছেড়ে যান না নিজের জন্মভূমি জিয়াগঞ্জ। এখানেই নিজের পরিবারের সঙ্গে থাকেন তিনি। বলিউডে তার এত চাহিদা থাকা সত্ত্বেও তিনি কিন্তু মুম্বাইতে থাকেন না। মুম্বাই শহরে তার দম বন্ধ হয়ে আসে সেই জন্য গ্ৰামের এই সুন্দর পরিবেশেই থাকতে চান তিনি।
তবে তার জীবন সাদা মাটা হলেও তার উপার্জন কিন্তু কম নয়। বর্তমান সময় ভারতের যে কোনও সঙ্গীত শিল্পীর থেকে বেশি টাকা উপার্জন করেন তিনি। তার একটি কনসার্টের জন্যই তিনি কোটি টাকা পারিশ্রমিক নেন। যা এই মুহূর্তে দেশের অন্য কোনও গায়ক নেয় না। তবে এই সব টাকা তিনি সমাজসেবায় খরচ করেন।
সম্প্রতি একটি কনসার্টে গিয়েছিলেন অরিজিৎ সিং। সেখানেই তিনি হঠাৎ সোনু নিগমের সাথিয়া’ গানটি গাওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু গানটি গাওয়ার আগে তিনি বলেন, “সোনু নিগমের গান, আমাকে ক্ষমা করবেন, আমার যোগ্যতা নেই এই গান গাওয়ার।” তারপরেই তার গলায় শোনা গেল এই জনপ্রিয় গানটি।
অরিজিৎ সিং-এর এই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর ভাইরাল হওয়া এই ভিডিওটি দেখে খুশি হয়েছেন গায়ক সোনু নিগমও। এই ভিডিও দেখে তিনি অরিজিৎ-এর প্রশংসা করে বলেছেন, “এটা সম্পূর্ণভাবে অরিজিতের নম্রতা এবং ভালোবাসা। আমার কোনও কৃতিত্ব নেই। আমি ওকে প্রচণ্ড ভালোবাসি।”
যদিও এই ঘটনা নতুন নয়, আইপিএলের উদ্ধোধনী অনুষ্ঠানেও একই ধরনের ঘটনা ঘটিয়ে ছিলেন অরিজিৎ। নেটদুনিয়ার সকলেই দেখেছিলেন সেই ভিডিও। যেখান ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন অরিজিৎ। ধোনির জন্য তার এই সম্মান দেখে মুগ্ধ হয়েছিল ভারতবাসী।
View this post on Instagram