বলিউডের (Bollywood) সর্বকালের সেরা পরিচালকদের মধ্যে অন্যতম হলেন যশ চোপড়া (Yash Chopra)। তবে তিনি শুধু একজন পরিচালক নন, পাশাপাশি একজন সফল প্রযোজক। জনপ্রিয় প্রযোজনা সংস্থা ‘যশরাজ ফিল্মস’ (Yashraj Films) তাঁরই প্রযোজনা সংস্থা। বহু জনপ্রিয় ছবির পরিচালনা করেছেন তিনি। তাই হিন্দি চলচ্চিত্র জগতে তাঁর অবদান ভোলার না।
তবে শুধু মাত্র যশ চোপড়া নয়, তাঁর স্ত্রী পামেলা চোপড়ারও (Pamela Chopra) গুরুত্ব কম ছিল না। পামেলা চোপড়া ছিলেন সেই সময়ের প্রসিদ্ধ প্লে ব্যাক সিঙ্গার। যশ চোপড়ার বহু ছবিতে তিনি গান গেয়েছেন। পাশাপাশি স্ক্রিনরাইটারের ভূমিকাও পালন করেছেন তিনি। কর্মক্ষেত্রে সব সময় স্বামীর পিছনে দাঁড়িয়েছেন তিনি।
যশ চোপড়ার ছবিতে নারীর চরিত্রগুলি খুবই গুরুত্বপূর্ণ হতো। সেই নারী চরিত্রদের অনুপ্রেরণা ছিলেন পামেলা। তাই গত ২০ এপ্রিল তার মৃত্যুর সংবাদ শোনা মাত্র শোক প্রকাশ করেছে বলিউড বহু জনপ্রিয় তারকারা। জানা গিয়েছে, বহু দিন ধরেই নিউমোনিয়া ভুগছিলেন তিনি। এই জন্য জন্য হাসপাতালেও ভর্তি করা হয়েছিল ৭৪ বছর বয়সী পামেলা চোপড়ারকে। কিন্তু শেষ রক্ষা হল না।
তার মৃত্যুর খবর পেয়েই সোশ্যাল মিডিয়ায় সকলে শোকবার্তা লিখেছেন। সঞ্জয় দত্ত, অজয় দেবগণরা, অনুপম খের সকলেই বলিউডে তাঁর অবদানের কথা উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা লিখেছেন। অভিনেতা অনুপম খের পামেলা চোপড়ার একটি ছবি শেয়ার করে লিখেছেন, “আস্তে আস্তে বন্ধুরা এক এক করে চলে যাচ্ছে!! বিদায় প্যাম চোপড়া!! যশজি আর আপনি আমার মুম্বই জীবনের অত্যন্ত জরুরি এবং অবিচ্ছেদ্য অংশ! আপনার হাসিটা আমার জীবনের অন্যতম সেরা উপহার বলেই আমি মনে করি। আমি সৌভাগ্যবান যে আপনার সঙ্গে অনেক সময় কাটানোর সুযোগ হয়েছে। ওম শান্তি।”
এরপর অভিনেতা সঞ্জয় লিখেছেন, “আমার হৃদয়টা বড্ড ভারী হয়ে গেল পামেলা আন্টির মৃত্যুর খবর শুনে। ইন্ডাস্ট্রিতে ওঁনার অবদান অবিস্মরণীয়, অনেক মানুষের জীবন ছুঁয়েছেন উনি, সেটা কেউ ভুলবে না” সঞ্জয়ের পাশাপাশি অজয় দেবগন লেখেন, “আদি, রানি আর উদয়কে জানাই সমবেদনা, চোপড়া পরিবারের জন্য খুবই দুঃখজনক একটা মুহূর্ত। প্যাম চোপড়া জি-কে শ্রদ্ধার্ঘ্য। ওম শান্তি।”
অনেকেই হয়তো জানে না যে, ১৯৭৬ সালে মুক্তি পাওয়া ‘কভি কভি’ ছবির কাহিনী লিখেছিলেন পামেলা চোপড়া। এছাড়াও বিখ্যাত ‘দিল তো পাগল হ্যায়’-এর চিত্রনাট্যও যশ চোপড়া ও পামেলা চোপড়া লিখেছিলেন। তাই প্রতিভাবান এই নারীকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে।