বাংলা সিরিয়ালের (Bengali Mega Serial) অন্যতম একজন জনপ্রিয় নায়ক হলেন বিক্রম চ্যাটার্জী (Vikran Chatterjee)। তিনি এখন সিরিয়ালের পাশাপাশি বাংলা সিনেমারও একজন নামকরা হিরো। অবশ্য তার জয়যাত্রা শুরু হয়েছিল বাংলা সিরিয়াল থেকেই। ইচ্ছে নদী (Icche Nodee) থেকে শুরু করে ফাগুন বউ (Phagun Bou), সাত পাকে বাঁধা (Saat Pake Badha), পরপর তিনটি হিট মেগা সিরিয়াল তিনি উপহার দিয়েছেন বাংলা সিরিয়ালের দর্শকদের।
সিরিয়ালের সুদর্শন এই অভিনেতা তার অভিনয় গুণে টলিউডেও সরাসরি চান্স পেয়ে যান। দিনে দিনে তার জনপ্রিয়তা বেড়েছে। সিনেমা এবং সিরিয়ালের পাশাপাশি তার হাতে ওয়েব সিরিজের কাজও এসেছে। তিনটি মাধ্যমেই সমান জনপ্রিয়তা অর্জন করেছেন বিক্রম। তবে বহুদিন ধরেই তিনি ছোট পর্দা থেকে গায়েব হয়ে রয়েছেন।
বিক্রম চ্যাটার্জীকে গত চার বছর ধরে আর বাংলা সিরিয়ালে দেখা যাচ্ছে না। ৪ বছর আগে শেষবার তিনি সিরিয়ালে অভিনয় করেছিলেন। সেই থেকে সিরিয়ালের দর্শকরা তাকে বেশ মিস করেন। এরপর তিনি আর কখনও ছোট পর্দায় ফিরবেন কিনা সেই নিয়ে সন্দেহ ছিল তাদের। অবশেষে সিরিয়ালে ফেরার প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন কেন তিনি বাংলা সিরিয়াল থেকে দূরে সরে রয়েছেন। আনন্দবাজারের কাছে একটি সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি জানিয়েছেন, “টেলিভিশন আমায় অকল্পনীয় ভালবাসা দিয়েছে। এখানে পারিশ্রমিক বেশ ভাল। সেই দিকে যদি আমি বছরে তিনটি ছবিতেও কাজ করি তাতে জীবন নির্বাহ করা বেশ চাপের।”
তাহলে কেন সিরিয়াল করতে চাইছেন না অভিনেতা? তার সাফ জবাব, যদি প্যাশন থাকে তাহলে নিজের সবটা নিংড়ে দিতে হবে। সেই সঙ্গে তিনি দর্শকদের থেকে পাওয়া ভালবাসা সম্পর্কে বলেছেন, “আমি আসলে ছোটপর্দায় ১০ বছর কাজ করেছি। সেই কারণেই হয়ত এই ভালবাসা পেয়েছি। দর্শকদের মেসেজ আজ থেকে ১০ বছর পরেও আসবে যখন আমি সিনেমায় কাজ করার পর রেস্তোরার ব্যবসা করব। আমি ওদের কাছে কৃতজ্ঞ।”
সম্প্রতি বিক্রমকে প্রসেনজিৎ চ্যাটার্জীর সঙ্গে ‘শেষ পাতা’ ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে। তার আগে তিনি অভিনয় করেছিলেন ‘কুলের আচার’ ছবিতে। অভিনেতা কিন্তু অনেক ছবির প্রস্তাব ফিরিয়ে দেন বলে শোনা যায়। তার মতে তিনি আসলে অভিনেতা হিসেবে তার পরিধিটা বোঝেন, তাই তিনি সব কাজে রাজি হতে পারেন না। যখন তার মনে হয় এই চরিত্র কেরিয়ারে কোনও সাহায্য করবে না তখন তিনি কাজের প্রস্তাব ফিরিয়ে দেন।