ছোটবেলায় কেমন দেখতে ছিলেন ভারতীয় ক্রিকেটাররা? রইল ফটোগ্যালারি

উন্নত থেকে আরও উন্নততর হচ্ছে প্রযুক্তি অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) এখন ক্রমে যেন মানুষের বিকল্প হয়ে দাঁড়ানোর পথে। গান, কবিতা, ছড়া লেখা থেকে শুরু করে মুহূর্তের মধ্যেই মানুষের ছবি এঁকে ফেলছে এই AI। এবার ভারতীয় ক্রিকেটারদের ছোটবেলার ছবি বানিয়ে ফেললো এই উন্নত প্রযুক্তি।

আইপিএলের এই মরসুমে বিরাট কোহলি (Virat Kohli) এবং মহেন্দ্র সিং ধোনির ছবি (Mahendra Singh Dhoni) এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। এই ছবি এঁকেছে কৃত্রিম প্রযুক্তি। যদিও ছবি দুটি দেখে অবশ্য তাদের চেহারা বোঝাটা বেশ মুশকিল হয়ে দাঁড়িয়েছে। আসলে এই ছবি দুটি তাদের ছোটবেলার ছবি। বিরাট এবং ধোনির এখনকার ছবি থেকে বেশ কয়েক বছর পিছিয়ে গিয়ে এঁকে ফেলা হয়েছে তাদের ছোট্ট বেলার ছবি।

VIRAT KOHLI

যেকোনও ব্যক্তির সাম্প্রতিক ছবি থেকে তার ছোটবেলার মুখের আদল বানিয়ে দিতে পারে অত্যাধুনিক এই প্রযুক্তি। সেভাবেই বানানো হয়েছে এই ছবি দুটি। যেগুলো এখন সোশ্যাল মিডিয়াতে দারুণ ভাইরাল হয়েছে। খুদে বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনির ছবি নিয়ে এখন তোলপাড় সামাজিক মাধ্যম।

এর আগে চিকিৎসা বিজ্ঞান থেকে নির্মাণ ক্ষেত্র, প্রযুক্তির দুনিয়াতে নিজের ভালই দাপট দেখিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা। এখন ক্রমে শিল্প ক্ষেত্রেও হাত পাকাচ্ছে এই যন্ত্রটি। কিছুদিন আগেই ভাইরাল হয়েছিল বিখ্যাত সব ব্যক্তিত্বদের সেলফি। গত শতাব্দীর সেইসব ব্যক্তিত্বদের আমলে স্মার্ট ফোন দূরের কথা কম্পিউটার ছিল না। তবে এই যুগে ভাইরাল হল অনুরাগীদের সঙ্গে তাদের সেলফিতে তোলা ছবি।

DHONI AND KOHLI

আসলে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারেই এমনটা করা হয়েছিল। এবার ভাইরাল হল ভারতীয় ক্রিকেটারদের ছোটবেলার সেই ছবিগুলি। শুধু বিরাট এবং ধোনিই নন, রোহিত শর্মা থেকে শুরু করে রবীন্দ্র জাদেজাদেরও দেখা যাচ্ছে এইসব ছবিতে। তাদের সঙ্গে রয়েছেন যশপ্রীত বুমরাহ, কে এল রাহুল। সবথেকে মজার বিষয় হল তাদের ছোটবেলার ছবিতে এখনকার মত দাড়ি, গোঁফ রেখে দেওয়া হয়েছে।

বিরাট কোহলি থেকে শুরু করে মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা, কে এল রাহুলদের সকলেরই গালে অল্পবিস্তর দাড়ি এবং গোঁফ লেগে রয়েছে। তাই তাদের চিনতে খুব একটা কষ্ট করতে হচ্ছে না ভক্তদের। দেখুন তো এই ছবি দেখে ভারতীয় ক্রিকেটারদের চিনে নিতে পারছেন কি আপনি?