স্বামী ছাড়াই সন্তান মানুষ করছেন বলিউডের এই অভিনেত্রীরা, একজন বাঙালিও রয়েছেন এই তালিকায়

বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে এমন অনেক তারকা রয়েছেন যারা সিঙ্গেল পেরেন্ট হিসেবে সন্তানের দায়িত্ব পালন করেছেন। এদের মধ্যে কেউ ডিভোর্সি, কেউ আবার বিয়েই করেননি। তবুও তারা সন্তানের দায়িত্ব ভালোভাবে সামলেছেন। আজ এই প্রতিবেদনে রইল বলিউডের সেই ৭ অভিনেত্রীর তালিকা যারা পুরুষসঙ্গী ছাড়াই সন্তানকে একা মানুষ করেছেন।

সুস্মিতা সেন (Susmita Sen) : সুস্মিতা খুব অল্প বয়সে ২ কন্যা সন্তানকে দত্তক নিয়েছিলেন। তার বয়স যখন মাত্র ২৪ বছর তখন তিনি তার বড় মেয়ে রেনেকে দত্তক নেন। এর ঠিক দশ বছর পর ছোট মেয়ে আলিশাকে দত্তক নেন তিনি। ৫০ পেরিয়েও এই অভিনেত্রী অবিবাহিত রয়েছেন।

KARISHMA KAPOOR

করিশ্মা কাপুর (Karishma Kapoor) : করিশ্মা বিয়ে করেছিলেন ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে। কিন্তু বিয়ের পর তাদের সংসার সুখের হয়নি। কন্যা সন্তানের জন্মের পর শ্বশুরবাড়ি অত্যাচার সহ্য করতে না পেরে করিশ্মা সঞ্জয়ের থেকে আলাদা হয়ে যান। যদিও এরপর তিনি এক পুত্র সন্তানের জন্ম দেন। পরে ডিভোর্স হয়ে যাওয়ার পর দুই ছেলে-মেয়েকে করিশ্মা একাই মানুষ করছেন।

করণ জোহর (Karan Johar) : বলিউডের এই বিখ্যাত পরিচালক তথা প্রযোজক একজন সিঙ্গেল পেরেন্ট হিসেবে দুই সন্তানকে প্রতিপালন করছেন। ২০১৭ সালে সারোগেসির মাধ্যমে তিনি তার দুই সন্তান যশ এবং রুহিকে পেয়েছেন। করণ তার দুই সন্তানকে বেশ আগলে আগলে রাখেন।

TUSHAR KAPOOR

তুষার কাপুর (Tushar kapoor) : ২০১৬ সালে সারোগেসির মাধ্যমে অভিনেতা তুষার কাপুরের জীবনে আসে তার সন্তান লক্ষ্য। তুষার এখন নিজেই তার ছেলের সমস্ত দায়িত্ব সামলাচ্ছেন। তিনিও অবিবাহিত থেকে শুধু তার সন্তানকে নিয়েই সংসার করছেন।

একতা কাপুর (Ekta Kapoor) : ২০১৯ সালে ভাইয়ের মত একতাও সারোগেসির মাধ্যমে এক পুত্র সন্তানের জন্ম দেন। এভাবেই জিতেন্দ্র কাপুরের মেয়ে এবং ছেলে দুজনেই অবিবাহিত থেকে সন্তানকে প্রতিপালন করছেন।

AMRITA SINGH

অমৃতা সিং (Amrita Singh) : সেইফ আলি খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর অমৃতাও তার দুই সন্তানকে একা মানুষ করেছেন। সারা আলি খান এবং ইব্রাহিম আলি খান, দুই সন্তানকে বড় করেছেন অমৃতা। সারা এখন বলিউডের অভিনেত্রী। মায়ের পাশাপাশি অবশ্য বাবার সঙ্গেও বেশ ভাল সম্পর্ক রয়েছে তাদের।

পূজা বেদি (Puja Bedi) : স্বামীর সঙ্গে ডিভোর্সের পর পূজাও তার দুই সন্তানকে একাই মানুষ করেছেন। মেয়ে আলিয়া এবং ছেলে উমর, পূজা তার দুই সন্তানের দেখভাল নিজেই করেছেন। তার মেয়ে আলিয়া এরই মধ্যে বলিউডে পা রেখেছেন।