টলিউডের (Tollywood) উজ্জ্বলতম নক্ষত্র তিনি। ইন্ডাস্ট্রিতে ৩০ বছর ধরে রাজত্ব করছেন। পুরনো ও নতুনদের ভিড়ে এখনও জ্বলজ্বল করছে প্রসেনজিৎ চ্যাটার্জীর (Prasenjit Chatterjee) নাম। দিনে দিনে তার জনপ্রিয়তা বেড়েছে। তার কথায় তিনি এখন খোদ ‘ইন্ডাস্ট্রি’। স্বাভাবিকভাবেই তার পারিশ্রমিক অন্যান্য তারকাদের পারিশ্রমিকের তুলনায় বেশি হবে সে আর বড় কথা কি?
বাংলা সিনেমা জগত শুধু নয়, সেই সঙ্গে সঙ্গে সদ্য ওয়েব সিরিজের মাধ্যমে বলিউডেও পা রাখলেন প্রসেনজিৎ চ্যাটার্জী। বাংলা এবং বাংলার বাইরেও সমান চাহিদা তার। তবে জানেন কি এখন এক একটি ছবির জন্য প্রসেনজিৎ কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন? অংকটা জানলে ঘুরে যাবে মাথা।
প্রসেনজিৎ হলেন নামি টলিউড সুপারস্টার বিশ্বজিৎ চ্যাটার্জীর পুত্র। শিশু শিল্পী হিসেবে ইন্ডাস্ট্রিতে তার যাত্রা শুরু হয়েছিল। ঋষিকেশ মুখার্জির ‘ছোট্ট জিজ্ঞাসা’ ছবিতে তাকে প্রথমবার দেখা গিয়েছিল। এরপর কিছু ছবিতে শিশু শিল্পী হিসেবে অভিনয় করে সরাসরি বিমল রায়ের ‘দুটি পাতা’ ছবিতে নায়ক হিসেবে তার অভিষেক হয়।
১৯৮৩ সালে নায়ক হিসেবে অভিষেকের পর ১৯৮৩ সালে ‘অমর সঙ্গী’ ছবিটি তাকে রাতারাতি জনপ্রিয় করে তোলে। এরপর আর তাকে ফিরে তাকাতে হয়নি। এই ‘অমর সঙ্গী’ ছবিটায় অভিনয় করবেন বলেই ‘ম্যায়নে পেয়ার কিয়া’র মত সুপারহিট ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন প্রসেনজিৎ। যে ছবি সালমানকে সুপারস্টার করে তোলে।
দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে বেশ কয়েক দশক পেরিয়ে এসেছেন প্রসেনজিৎ। এখন তার বয়স ৬০ পেরিয়েছে। কিন্তু চেহারা এবং অভিনয়ে তিনি তার থেকে হাঁটুর বয়সী অভিনেতাদের টেক্কা দিতে পারেন। দিনে দিনে ছবি নির্মাতাদের কাছে তার কদর বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে পারিশ্রমিক।
বর্তমানে এক একটি সিনেমার জন্য প্রসেনজিৎ ৮৫ লক্ষ টাকা করে পারিশ্রমিক নিয়ে থাকেন। তবে টলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা কিন্তু প্রসেনজিত নন। এখনও পর্যন্ত বাংলা ছবিতে সবথেকে বেশি পারিশ্রমিক নিচ্ছেন জিৎ। প্রসেনজিৎ তাকে টেক্কা দিতে পারেননি।