হিন্দি মিউজিক রিয়ালিটি শোগুলির (Hindi music reality show) হাত ধরেই বহু প্রতিভাবান সঙ্গীত শিল্পীরা (Singer) উঠে এসেছেন। যার মধ্যে সবচেয়ে বড় উদাহরণ হল অরিজিৎ সিং (Arijit Singh)। অরিজিৎ-এর মতো সকলেই আজ খ্যাতির শিখরে পৌঁছে গিয়েছেন। কিন্তু এই তালিকায় অনেকেই রয়েছেন যারা খ্যাতি অর্জন করতে পারেননি বরং, ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে গিয়েছেন।
তাদের মধ্যেই একজন হলেন রেক্স ডিসুজা (Rex Dsouza)। হয়তো অনেকেই জানেন না, কে এই ব্যক্তি। ইনি হলেন জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ফেম গুরুকুল’-এর (Fame Gurukul) প্রতিযোগী। এই ‘ফেম গুরুকল’-এ এক সময় প্রতিযোগী হিসেবে মঞ্চ কাঁপিয়েছেন অরিজিৎ সিংও। তার মতোই এই মঞ্চে গান গেয়ে এক সময় দর্শকদের মনে জায়গা বানিয়েছিলেন রেক্স ডিসুজা।
নিজের গান দিয়ে সেই সময় অরিজিৎ সিং-কেও টক্কর দিতেন তিনি। সেই প্রতিযোগিতা থেকে ছিটকেও গিয়েছিলেন অরিজিৎ। কিন্তু তাকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছিল রেক্স। সেই শোয়ের ফাইনাল রাউন্ড পর্যন্ত টিকে ছিলেন তিনি। যদিও শেষ পর্যন্ত তিনি এই শো জিততে পারেননি।
শো জিতেছিলেন রূপরেখা বন্দ্যোপাধ্যায় এবং কাজী তৌকির। তিনি হয়েছিলেন রানার আপ। কিন্তু তাও সঙ্গীতের জগতে নাম করতে পারেননি তিনি। বেশকিছু আঞ্চলিক ছবিতে গান গেয়েছিলেন তিনি। তার বেশি কিছু করবার সুযোগ পাননি তিনি। তাই তার মিউজিক কেরিয়ার বেশি দূর এগোয়নি।
বর্তমানে তিনি ভারতে থাকেন না, শোনা গিয়েছে তার দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করার পর দেশ ছেড়েছেন। এখন তিনি আমেরিকাতেই থাকেন। পাশাপাশি দেশ-বিদেশে শো করেন এবং বিভিন্ন দেশে ঘুরে বেড়াতে ভালোবাসেন তিনি। তবে এক সময়ের জনপ্রিয় এই সঙ্গীত শিল্পীকে ভুলে গিয়েছেন দর্শকরা।
২০০৬ সালে ‘ফ্রেম গুরুকুল’-এর মঞ্চে তার গান শুনে দর্শকদের পাশাপাশি মুগ্ধ হতেন সেই শোয়ের বিচারকরাও। মঞ্চে সব সময় আত্মবিশ্বাসের সঙ্গে নিজের গান গাইতে পারতেন তিনি। অনেকের ধারণা ছিল অরিজিৎ-এর মতো তার কেরিয়ারও সফল হবে। কিন্তু বাস্তবে খুব কম সময় নিজের জনপ্রিয়তা ধরে রাখতে পেরেছিলেন তিনি।