কাছের মানুষের মৃত্যু, প্রিয়জনকে হারিয়ে ভেঙে পড়লেন দীপিকা পাড়ুকোন

বলিউডের (Bollywood) কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরা (Mukesh Chabra) বহু অভিনেতার কেরিয়ার গড়ে দিয়েছেন। সুশান্ত সিং রাজপুত থেকে শুরু করে সারা আলি খান, তার হাত ধরেই বলিউড পেয়েছে একের পর এক তারকা। কাস্টিং ডিরেক্টর হিসেবে বলিউডে বেশ পরিচিত নাম মুকেশ ছাবরা। বৃহস্পতিবার তার মাতৃবিয়োগ হয়েছে। খবরটা পেয়ে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া।

মুকেশের মা কমলা ছাবরা মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) মুকেশের অত্যন্ত ঘনিষ্ঠ। তাই তার মায়ের মৃত্যু সংবাদ পেয়ে হাসপাতালে ছুটে যান অভিনেত্রী। হাসপাতালে ঢোকার মুখে পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন দীপিকা।

DEEPIKA PADUKONE

গাড়ি থেকে নেমেই দীপিকা সাত তাড়াতাড়ি হাসপাতালে ঢুকে পড়েন। তবে শুধু দীপিকা একা নন, মুকেশের মায়ের মৃত্যু সংবাদ পেয়ে ফারহা খান থেকে শুরু করে সুনীল গ্রোভার, নুপুর শ্যাননরাও হাসপাতালে ছুটে এসেছিলেন। কোন কারণে কমলা ছাবরার মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। শুক্রবার ওয়াশিওয়ারা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

মুকেশ হলেন বলিউডের অনতম প্রধান কাস্টিং কোম্পানির কর্ণধার। তিনি ২০০ টিরও বেশি হিন্দি ছবির কাস্টিংয়ের দায়িত্ব সামলেছেন এই পর্যন্ত। সেইসঙ্গে ‘দিল বেচারা’র মত ছবিও তিনি পরিচালনা করেছেন। মুকেশ শাহরুখ খান, সালমান খানের মত তারকাদের সঙ্গেও কাজ করেছেন। আবার বলিউডের তরুণ প্রতিভাদের সঙ্গেও কাজ করেছেন।

MUKESH CHABRA AND HIS MOTHER

মুকেশ তার জহুরী চোখে খুঁজে বের করেছেন রাজকুমার রাও, সুশান্ত সিং রাজপুত থেকে শুরু করে ম্রুণাল ঠাকুর, প্রতীক গান্ধী, সানিয়া মালহোত্রাদের। সেই সঙ্গে তিনি বলিউডের প্রখ্যাত পরিচালকদের মধ্যে রাজকুমার হিরানি, নীতিশ তিওয়ারি, ইমতিয়াজ আলি, কবীর খান, অভিষেক কাপুর, অনুরাগ কাশ্যপদের সঙ্গে কাজ করেছেন।

MUKESH CHABRA AND HIS MOTHER

২০২০ সালে পরিচালক হিসেবে তিনি নিজেদের কেরিয়ার শুরু করেন। তার প্রথম ছবি ‘দিল বেচারা’র নায়ক ছিলেন সুশান্ত সিং রাজপুত। এটাই ছিল প্রয়াত অভিনেতার শেষ ছবি। সুশান্তের মৃত্যুর পর ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছিল এই ছবিটি।

 

View this post on Instagram

 

A post shared by @varindertchawla