মুকুটের কাছে কমে গেল ‘অনুরাগের ছোঁয়া’র টিআরপি, কে হল বেঙ্গল টপার? রইল ফলাফল

প্রত্যেক সপ্তাহের মত বৃহস্পতিবার নিয়মমাফিক প্রকাশিত হল গত সপ্তাহের টিআরপি (TRP) তালিকা। অনুরাগের ছোঁয়াকে (Anurager Chhowa) টেক্কা দেওয়ার জন্য জি বাংলা এনেছে নতুন সিরিয়াল মুকুট। প্রথম সপ্তাহ থেকেই মুকুট কার্যত গত কয়েক মাসের বেঙ্গল টপারকে টেক্কা দেওয়ার কাজ শুরু করে দিয়েছে। যদিও গত সপ্তাহ পর্যন্ত অনুরাগের ছোঁয়াকে টপকাতে পারেনি মুকুট (Mukut)। কিন্তু মুকুটের আগমনে টিআরপি বেশ খানিকটা কমেছে স্টার জলসার চ্যানেল টপারের।

গত সপ্তাহে অনুরাগের ছোঁয়া পেয়েছে ৮.১ নম্বর। আগে অবশ্য নয়ের ঘরে নম্বর পেত এই সিরিয়ালটি। কিন্তু এখন যত দিন যাচ্ছে অনুরাগের ছোঁয়ার নম্বর কমছে। মুকুট প্রথম সপ্তাহে পেয়েছে মাত্র ৩.৬ নম্বর। অন্যদিকে জগদ্ধাত্রী মাত্র ০.১ নম্বরের ব্যবধানে দ্বিতীয় স্থান পেল। জি বাংলার এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৮.০। আর তৃতীয় স্থানে রয়েছে গৌরী এলো।

GOURI ELO

গৌরী এল ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.২। চতুর্থ স্থানে রয়েছে নিম ফুলের মধু। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.১। পঞ্চম স্থানে রয়েছে পঞ্চমী। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর হয়েছে ৬.৫। আর রাঙা বউ ও বাংলা মিডিয়াম যৌথভাবে ৬.৩ নম্বর পেয়েছে। এই দুটি সিরিয়ালের প্রাপ্ত স্থান হয়েছে ষষ্ঠ। সপ্তম স্থানে রয়েছে মেয়েবেলা। সিরিয়ালটির প্রাপ্ত নম্বর ৬.১।

অন্যদিকে জি বাংলার খেলনা বাড়ি সিরিয়ালের টিআরপি অনেকটাই নেমে গিয়েছে। এই সিরিয়ালের বিপরীতে এসেছে স্টার জলসার নতুন সিরিয়াল কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ। নতুন এই সিরিয়ালটি তিন সপ্তাহ পেরিয়ে গেলেও টিআরপি তালিকায় জায়গা করে নিতে পারেনি ঠিকই কিন্তু গত সপ্তাহে খেলনা বাড়ির টিআরপিতে ভাগ বসিয়েছে। খেলনা বাড়ি পেয়েছে ৬.০ নম্বর। আর এই ধারাবাহিকের প্রাপ্ত স্থান অষ্টম।

khelna bari 1

নবম স্থানে রয়েছে হরগৌরী পাইস হোটেল এবং এক্কাদোক্কা। এই সিরিয়ালটির প্রাপ্ত নম্বর ৫.৫। গাঁটছড়া রয়েছে দশম স্থানে। ৫.৩ নম্বর জুটেছে এই সিরিয়ালের ভাগ্যে। আবার মিঠাই ভক্তদের মন বেশ খারাপ হয়ে গিয়েছে এই সপ্তাহের টিআরপি তালিকা দেখে। কারণ মিঠাই সেরা দশের মধ্যে জায়গা করে নিতে পারেনি।

mithai

গত সপ্তাহে মিঠাইয়ের প্রাপ্ত নম্বর ৪.৯। অন্যদিকে বালি ঝড় পেয়েছে ২.৯ নম্বর। বিশাল ব্যবধানে বালি ঝড়কে পেছনে ফেললেও মিঠাই সেরা দশের তালিকা থেকে ছিটকে গিয়েছে গত সপ্তাহে। শোনা যাচ্ছে ফুলকির কারণে নাকি মিঠাই এবার শেষ হয়ে যাবে। যদিও শোনা যাচ্ছে মিঠাই সিরিয়ালটি আরও নাকি এক মাস পর্যন্ত টানা হবে। অন্যদিকে বালি ঝড় বন্ধ করে আসছে রামপ্রসাদ।