২ মাসেই বন্ধের মুখে বালিঝড়, কেন কেউ দেখছে না লীনা গাঙ্গুলীর সিরিয়াল? মুখ খুললেন তৃণা

মাত্র দুই মাস আগেই কৌশিক রায়, তৃণা সাহা (Trina Saha), ইন্দ্রাশিষ রায় এবং আরও এক ঝাঁক তারকাকে নিয়ে স্টার জলসাতে (Star Jalsha) শুরু হয়েছিল লীনা গাঙ্গুলীর (Leena Ganguly) নতুন সিরিয়াল বালি ঝড় (Bali Jhor)। কিন্তু দুই মাসের মাথাতে এসেই বিদায়ের ঘন্টা বাজছে এই সিরিয়ালে। সিরিয়াল বন্ধের ক্ষেত্রে আরও একটা রেকর্ড গড়তে চলেছে স্টার জলসা। তিন মাসের পর এবার মাত্র দুই মাসের মাথায় শেষ হয়ে যাচ্ছে স্টার জলসার আরও একটি সিরিয়াল।

আগামী ১৭ই এপ্রিল থেকে প্রতিদিন সন্ধ্যা ছটার সময় রামপ্রসাদের সম্প্রচার হবে। অর্থাৎ আগামী ১৬ ই এপ্রিল সন্ধ্যা ছটাতেই শেষবার ঝোরা, মহার্ঘ্যদের পর্দায় দেখতে পাবেন দর্শকরা। তবে শুধু বালিঝড় একা নয়, গুড্ডি সিরিয়ালটিও শেষ হয়ে যাচ্ছে। প্রথমে শোনা গিয়েছিল গুড্ডির জায়গাতেই নাকি সরিয়ে নিয়ে যাওয়া হবে বালিঝড়কে। কিন্তু সেটা হয়নি।

BALI JHOR

শোনা যাচ্ছে বালি ঝড়ের মত বিগ বাজেটের মেগা বিকেলের স্লটে দিতে রাজি হচ্ছে না চ্যানেল। এদিকে আবার চ্যানেলের কাছে এখন কোনও স্লট খালিও নেই। অতএব দুই মাসের মাথাতে শেষ হয়ে যাচ্ছে লীনা গাঙ্গুলীর এই সিরিয়ালটি। এই খবরটি নিশ্চিত করেছেন ধারাবাহিকের নায়ক-নায়িকারা। নায়ক স্রোত ওরফে ইন্দ্রাশিষ রায় তার এক ভক্তকে নিশ্চিত করে জানিয়েছেন দুর্ভাগ্যবশত বালিঝড় শেষ হচ্ছে।

সিরিয়াল বন্ধের খবর প্রসঙ্গে মুখ খুলেছেন পলি ম্যাডাম ওরফে প্রীতি। তিনিও বলেছেন খুব সম্ভবত বালিঝড় শেষ হচ্ছে। সিরিয়াল বন্ধের ব্যাপারে ভীষণ মন খারাপ নায়িকা তৃণা সাহার। তিনি সোশ্যাল মিডিয়াতে একটি ফ্যান পেজের ইন্সটা পোস্ট নিজের স্টোরিতে শেয়ার করেন। সেই সঙ্গে ভক্তদের আরও একটি পোস্ট শেয়ার করেন তিনি।

BALI JHOR 1

প্রথম পোস্টে লেখা ছিল, ‘ঝোরার মহার্ঘ্যর প্রতি একটু একটু মুগ্ধ হওয়া, মায়ায় পড়া….. দুজনের রসায়ন জাস্ট তৈরি হওয়া! শ্বশুর মশাইয়ের সঙ্গে ঝোড়ার বন্ডিং, সমুদ্র সেনের পর্দা ফাঁস, ঝোড়ার রাজনীতে পা…. সব হেরে গেল রেটিং-এর কাছে! ভাগ্য খারাপ না হলে গল্প, অভিনয় কোনও ক্ষেত্রেই ঘাটতি রাখেনি টিম’’। আরেকটি পোস্টে কৌশিক এবং তৃণার ভক্তরা লিখেছেন, ”তোমাদের ছেড়ে আমরা থাকব কী করে? তৃশিক জুটি সেরা ছিল, আছে আর থাকবে”।

BALI JHOR

তবে এই বিষয়টাতে কিন্তু দারুণ মজা পেয়েছেন মিঠাই ভক্তরা। তারা এই সিরিয়ালটিকে নিয়ে খোঁটা দিতে শুরু করেছেন। মিঠাইয়ের বিপরীতে বালিঝড় স্লট পায়নি একদিনও। যার পরিপ্রেক্ষিতে কেউ লিখছেন, ‘‘বৌমা এক ঘরের রেকর্ডও ভেঙ্গে দিল।” এই সিরিয়ালটি তিন মাসের মাথায় বন্ধ হয়। কেউ লিখছেন, ”যাক একটা পরকীয়ার গল্প থেকে রেহাই। গল্পে কে হিরো, কে ভিলেন তার ঠিক নেই। বেশ হয়েছে, বন্ধ হচ্ছে।”