রাহুল মজুমদার (Rahul Majumder) এবং প্রীতি বিশ্বাস (Preity Biswas), দুজনেই এখন বাংলা সিরিয়ালের পরিচিত মুখ। একজন হলেন স্টার জলসার সিরিয়ালের নায়ক। আর অপরজন বিভিন্ন সিরিয়ালে পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও বেশ জনপ্রিয় একজন অভিনেত্রী। তবে সম্প্রতি এই জনপ্রিয় তারকা জুটির বিরুদ্ধে গর্জে উঠেছে সোশ্যাল মিডিয়া। কেন জানেন?
‘ধুলোকণা’র মিনি দিদি এবং ‘হরগৌরী পাইস হোটেলে’র শংকর সোমবার মধ্যরাতে তাদের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওটি শেয়ার করেছেন প্রীতি। যে ভিডিওতে দেখা যাচ্ছে পরিচিতদের সঙ্গে মাটিতে বসে ইফতারি করছেন রাহুল এবং প্রীতি। এখন রমজান মাস চলছে। দিনভর রোজা রেখে মধ্যরাতে ইফতারি পালন করেন ইসলাম ধর্মাবলম্বীরা।
কিন্তু রাহুল এবং প্রীতি দুজনেই হলেন হিন্দু ধর্মাবলম্বী মানুষ। তারা যে ভিডিওটি শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে তাদের সামনে নানা রকম ফল এবং জুসের গ্লাস সাজানো আছে। আর ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘বজরঙ্গি ভাইজানে’র ‘ভর দো ঝোলি মেরি মোহাম্মদ’ গানটি। এই ভিডিও শেয়ার করার পরই সোশ্যাল মিডিয়ার চক্ষুশূলে পরিণত হন প্রীতি এবং রাহুল।
রাহুল এবং প্রীতি দুজনকেই কটুক্তির মুখে পড়তে হচ্ছে। ধর্ম তুলে আক্রমণ করা হচ্ছে তাদের। কেউ লিখছেন, “মুসলিমদের তো কখনও দেখি না হিন্দুদের উৎসব নিয়ে বাড়াবাড়ি করতে, এখনই আনফলো করলাম আপনাকে”। কেউ আবার লিখছেন, “হিন্দুদের নামে কলঙ্ক, ধর্ম বদলে ফেলুন আপনারা।” তো কেউ প্রশ্ন করছেন, “আপনি মুসলিম কবে থেকে হলেন? জানা ছিল না।”
সোশ্যাল মিডিয়াতে অবিরাম কটাক্ষের সম্মুখীন হয়ে মুখ খুলতে বাধ্য হলেন ‘বালি ঝড়ে’র পলি ম্যাডাম। তিনি প্রশ্ন করেন, “এত বাজে বাজে মন্তব্য করছেন আপনারা। আচ্ছা তাহলে ক্রিসমাসে পার্ক স্ট্রিটে কেন যান আপনারা? আগে নিজেদের মানসিকতা পরিষ্কার করুন, তারপর আমাকে জাতধর্ম বোঝাতে আসবেন।”
View this post on Instagram
প্রীতির কথায়, “আমি বিশ্বাস করি ভগবান একজন। আমার শাশুড়ি মা এই মালিককে মানেন। উনি গরওয়ালি রাজপুত মহিলা, উনার মা মুসলিম ছিলেন। আবার এটা নিয়ে কন্ট্রোভার্সি করবেন না। তবে এটা নয়, উনি মানেন বলে আমি মানি। আমি ছোট থেকেই বিশ্বাস করি ভগবান একজন।” যদিও বিতর্ক এতে এড়াতে পারেননি প্রীতি। অনেকে ভরপেট খেয়ে ইফতারি করা নিয়ে তাকে খিল্লি করেছেন।
View this post on Instagram