বাংলা থেকে বহু অভিনেতা এবং অভিনেত্রী তারকা হওয়ার লোভে পাড়ি দিয়েছেন মুম্বাইতে। বলিউডে (Bollywood) বাঙালি তারকাদের সংখ্যা দিনে দিনে বাড়ছে। এই তালিকায় রয়েছে কলকাতার মেয়ে প্রিয়া বন্দ্যোপাধ্যায়ের (Priya Bandopadhyay) নাম। বিগত প্রায় ১০ বছর ধরে অসংখ্য হিন্দি সিনেমা এবং ওয়েব সিরিজে অভিনয় করছেন বাংলার এই হট গার্ল। আজ এই প্রতিবেদনে রইল তার জীবনের কিছু অজানা কথা।
প্রিয়ার জন্ম হয়েছিল ১৯৯০ সালে। তিনি কলকাতায় জন্মগ্রহণ করলেও ছোটবেলাতেই তার পরিবার তাকে নিয়ে কানাডায় চলে যায়। কানাডার আলবের্তায় স্কুল এবং কলেজের পড়াশোনা শেষ করেন তিনি। ইন্টারন্যাশনাল মার্কেটিং এবং কম্পিউটার সায়েন্সে স্নাতক হয়েছেন তিনি। ৬ বছর কানাডাতে কত্থকের প্রশিক্ষণ নেন প্রিয়া। বিভিন্ন জায়গাতে অনুষ্ঠান করেছেন তিনি। সেই সঙ্গে রবীন্দ্রসঙ্গীতেও তিনি পারদর্শী।
আসলে প্রিয়ার বাবা সংগীত দুনিয়ার মানুষ ছিলেন। তিনি চাইতেন মেয়ে গায়িকা হয়ে উঠুক। কিন্তু প্রিয়ার স্বপ্ন ছিল তিনি অভিনেত্রী হবেন। ২০১১ সালে কানাডার একটি সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি দর্শকদের থেকে অনেক প্রশংসা পান। এক বছর পর তিনি মুম্বাইতে চলে আসেন। তিনি বলিউড অভিনেতা অনুপম খেরের কাছে অভিনয়ের প্রশিক্ষণ থেকে শুরু করেন।
এই প্রশিক্ষণ চলাকালীন প্রিয়া পরিনীতি চোপড়া এবং বরুণ ধাওয়ানের সঙ্গে একটি বিজ্ঞাপনের কাজ করার সুযোগ পান। ২০১৩ সালে তিনি ‘কিস’ নামের একটি তেলেগু ছবিতে অভিনয় করেন। এরপর তিনি বেশ কিছু তেলেগু ছবিতে অভিনয় করার সুযোগ পান। তিনি সন্দীপ কিসান, রাশি খান্নাদের মত তারকাদের সঙ্গে কাজ করেছেন। ২০১৫ সালে ঐশ্বর্য রাই বচ্চন এবং ইরফান খানের সঙ্গে ‘জজবা’ ছবিতেও অভিনয় করেন তিনি।
প্রিয়া আরও বেশ কিছু হিন্দি ছবিতে কাজ করেছেন। কিন্তু সেগুলো বক্স অফিসে চলেনি। অভিনেত্রী এরপর হিন্দিতে একের পর এক ওয়েব সিরিজে অভিনয় করতে শুরু করেন। বারিশ, সোশ্যাল, রেইন, হ্যালো মিনি, টুইস্টেড ৩ ইত্যাদি বিভিন্ন জনপ্রিয় সিরিজে তিনি কাজ করেন। হালফিলে নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত ‘রানা নাইডু’ নামের একটি ওয়েব সিরিজে তাকে অভিনয় করতে দেখা গিয়েছিল।
এই সিরিজের রানা দগ্গুবাতি, ভেঙ্কটেশ দগ্গুবাতি, সুরভিন চাওলাদের মত তারকাদের সঙ্গে তিনি কাজ করেছেন। ইনস্টাগ্রামে তার ফ্যান ফলোয়ার্স দিনে দিনে বাড়ছে। বলিউড অভিনেতা প্রতিক বব্বরের সঙ্গে তার প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে। কিছুদিন আগেই তারা তাদের প্রেমের খবর সোশ্যাল মিডিয়াতে ঘোষণা করেন। ২০২২ সালে তাদের আলাপ হয়। এক বছরের মধ্যেই তারা সম্পর্কের কথা স্বীকার করেন।