বাবা-মা যদি অভিনয়ের দুনিয়ায় তারকা হন তাহলে সন্তানের মধ্যেও বড় হয়ে অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেওয়ার প্রবণতা দেখা যায়। বর্তমানে বাংলা সিরিয়ালে (Bengali Mega Serial) কিংবা টলিউডে (Tollywood) কাজ করছেন এমন অসংখ্য অভিনেতা কিংবা অভিনেত্রীই হলেন তারকা সন্তান। আজ এই প্রতিবেদনে রইল বাংলা সিরিয়ালের সেই তারকাদের তালিকা এবং তাদের বাবা-মায়ের পরিচয়।
দেবাদৃতা বসু এবং সঞ্জয় বসু (Debadrita Basu and Sanjay Basu) : জয়ী, আলোছায়া, শ্রীকৃষ্ণ ভক্ত মিরা, আলোর ঠিকানা ইত্যাদি বিভিন্ন সিরিয়ালে অভিনয় করেছেন দেবাদৃতা। তার বাবা সঞ্জয় বসুও একজন নামী অভিনেতা। তিনিও ভিন্ন সিরিয়ালে অভিনয় করেছেন। লক্ষ্মী কাকিমা সুপারস্টার সিরিয়ালে মেজ দেওরের ভূমিকাতে ছিলেন তিনি। আর এখন তাকে বাংলা মিডিয়াম সিরিয়ালে দেখা যাচ্ছে।
প্রতিক সেন এবং অনুরাধা সেন (Pratik Sen and Anuradha Sen) : খোকাবাবু, মোহর, সাহেবের চিঠি এবং বর্তমানে এক্কাদোক্কা সিরিয়ালে অভিনয় করছেন প্রতিক। তার মা অনুরাধা সেন ছিলেন টলিউডের একজন জনপ্রিয় নায়িকা। ৯০ এর দশকে একাধিক বাংলা সিনেমাতে অভিনয় করেছেন তিনি।
সোহিনী সেনগুপ্ত এবং স্বাতীলেখা সেনগুপ্ত (Sohini Sengupta and Swatilekha Senupta): স্বাতীলেখা সেনগুপ্ত বাংলা সিনেমা এবং থিয়েটারের জগতের জনপ্রিয় অভিনেত্রী। ঘরে বাইরে, খ্যাত এই অভিনেত্রী বেলা শেষে, বেলা শুরুর মত ছবিতে অভিনয় করেছেন। তার মেয়ে সোহিনীও খড়কুটো, গুড্ডি সিরিয়ালে অভিনয় করেছেন। এছাড়া তিনি নিয়মিত থিয়েটার করেন।
সম্পূর্ণা লাহিড়ী এবং নীলাদ্রি লাহিড়ী (Sampurna Lahiri and Niladri Lahiri) : নজর, বাংলা মিডিয়াম খ্যাত অভিনেত্রী সম্পূর্ণার বাবা একজন প্রখ্যাত অভিনেতা। নাম তার নীলাদ্রি লাহিড়ী। তিনিও অসংখ্য বাংলা সিরিয়াল এবং সিনেমাতে অভিনয় করেছেন। তাকে মিঠাই, মহাপীঠ তারাপীঠ ধারাবাহিকে দেখা গিয়েছিল সাম্প্রতিককালে।
কৌশিক সেন এবং চিত্রা সেন (Koushik Sen and Chitra Sen) : বাংলা সিরিয়ালের কুটিল শাশুড়ি মায়ের ভূমিকাতে অনবদ্য অভিনয় করেন চিত্রা সেন। তার গোটা পরিবারটাই অভিনয় দুনিয়ার সঙ্গে জড়িত। তার ছেলে কৌশিক সেন বিভিন্ন সিনেমাতে অভিনয় করেছেন। বর্তমানে তাকে গোধূলি আলাপ সিরিয়ালে অভিনয় করতে দেখা যাচ্ছে। আর চিত্রা সেন এখন মেয়ে বেলাতে অভিনয় করেন।
মিঠু চক্রবর্তী এবং গৌরব চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী (Mithu Chakraborty and Gaurav Chakraborty, Arjun Chakraborty) : বাংলার আরেক তারকা পরিবার হল এই চক্রবর্তী পরিবার। সব্যসাচী চক্রবর্তী এবং মিঠু চক্রবর্তীর দুই সন্তান অর্জুন চক্রবর্তী এবং গৌরব চক্রবর্তীও অভিনয়ের সঙ্গে যুক্ত।
অহনা দত্ত (Ahona Dutta) : বর্তমানে স্টার জলসাতে মিশকার চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে অহনাকে। অবশ্য তার কেরিয়ার শুরু হয়েছিল ডান্স বাংলা ডান্সের মঞ্চ থেকে। তিনি একজন দক্ষ নৃত্যশিল্পী। তার সাথে তার মাও এই পেশার সঙ্গে যুক্ত। মায়ের পথ অনুসরণ করেছিলেন মেয়ে। সেই সঙ্গে অভিনয়টাও চালিয়ে যাচ্ছেন অহনা।