১০ বছর আগে সিরিয়াল করা ছেড়েছেন, কেন বাংলা সিরিয়াল করতে চান না গার্গী রায় চৌধুরী?

বাংলা টেলিভিশন (Bengali Telivision) তথা বাংলা সিনেমার অত্যন্ত জনপ্রিয় মুখ হলেন গার্গী রায়চৌধুরী (Gargi Roy Chowdhury)। তার পরিচয় আলাদা করে দিতে হয় না। তিনি গত ২০ বছর ধরে বাংলা সিরিয়াল এবং সিনেমা ক্ষেত্রে নিজের অবদান রেখেছেন। কয়েক বছর আগে পর্যন্ত বাংলা সিরিয়ালে (Bengali Mega Serial) চুটিয়ে অভিনয় করতেন তিনি। কিন্তু ইদানিং তাকে আর সিরিয়ালে অভিনয় করতে দেখা যাচ্ছে না।

গার্গী রায়চৌধুরী বরাবরই খুব বেছে বেছে অভিনয় করেন। তার অভিনয়ের শুরুটা হয়েছিল থিয়েটার দিয়ে। এরপর তিনি বেশ কিছু বাংলা টেলিভিশন সিরিজে কাজ করেন। যার মধ্যে জনপ্রিয় হয়েছিল বেঁচে থাকার গান, সিঁদুর খেলা, সত্যজিতের প্রিয় গল্প ইত্যাদি। শেষ ২০১২ সালে তাকে সিরিয়ালের পর্দায় দেখা গিয়েছিল। এরপর বাংলা সিরিয়ালে অভিনয় করা একপ্রকার ছেড়েই দেন তিনি।

GARGI ROY CHOWHURY

গত কয়েক বছরে টেলিভিশন থেকে দূরে গিয়ে বাংলা সিনেমার পর্দায় নিজের প্রতিভার বিকাশ ঘটিয়েছেন গার্গী। বিটনুন, হামি, শ্রাবণের ধারা, তিন ইয়ারি কথা ইত্যাদি বিভিন্ন জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন। নতুন নতুন ছবিতে নতুন নতুন চরিত্রের চ্যালেঞ্জ গ্রহণ করেছেন তিনি। তবে কমার্শিয়াল ছবিতেও তিনি বরাবর বাস্তবধর্মী চরিত্রে কাজ করতে চেয়েছেন।

কাজ বাছাইয়ের ক্ষেত্রে খুবই সাবধানী গার্গী। একই চরিত্রে অভিনয় করতে তিনি কিছুতেই চান না। তিনি সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন এক ধাঁচের চরিত্রে তিনি অভিনয় করতে পারেন না। ‘রামধনু’ করার পর তার কাছে একই ধরনের ৫ থেকে ৬ টা কাজের প্রস্তাব এসেছিল। তবে তিনি সেসব প্রত্যাখ্যান করেছেন।

GARGI ROY CHOWHURY

সিনেমার পাশাপাশি বাংলা সিরিয়ালেও তিনি কখনও একঘেয়ে চরিত্রে বাঁধা পড়েননি। সিনেমা হোক বা সিরিয়াল, তার প্রত্যেকটা কাজ একে অপরকে ছাপিয়ে গিয়েছে। বাংলা সিরিয়ালের ক্ষেত্রে এখন এমনটা সম্ভব না। তাছাড়া গার্গীও বছরে অনেক বেশি কাজ করতে চান না। তিনি নিজের পছন্দমত চরিত্রে বেছে বেছে কাজ করেন।

GARGI ROY CHOWHURY

গার্গী নিজেই বলেছেন বছরে তিন-চারটে ছবি তিনি করেন না। বছরে অন্তত দুটি করে ছবি করার ধারাবাহিকতা বজায় রাখতে চান তিনি। সিরিয়াল তো দূরের কথা, আপাতত ওটিটি মাধ্যমেও তাকে দেখা যাবে না বলেই জানা যাচ্ছে। এখন কমার্শিয়াল ছবি ছেড়ে তিনি নারীকেন্দ্রিক চরিত্রে অভিনয় করতে চান। আর এই ভাবেই তিনি তার কাজের ধারা বজায় রাখতে চান।