কেমন দেখতে শাহরুখ-গৌরীর বেডরুম? ঘুরে দেখুন মন্নতের চোখ ধাঁধানো অন্দরমহল

বলিউডের বাদশা বলে কথা, প্রায় তিন হাজার কোটির বেশি সম্পত্তি তার কাছে! যার মধ্যে তার স্বপ্নের বাড়ি মান্নাতের (Mannat) দামি ২০০ কোটি টাকা। তিন সন্তান এবং স্ত্রীকে নিয়ে এই বাড়িতে রাজার হালে থাকেন শাহরুখ খান (Shah Rukh Khan)। মন্নতের ভেতরটা যেন কোনও প্রাসাদের তুলনায় কম নয়। প্রতিদিন শাহরুখের হাজার হাজার ভক্ত এই বাড়ির বাইরে ভিড় করেন। কিন্তু তারা শুধু বাড়ির প্রাচীরটুকুই দেখতে পান।

এই প্রাচীরের ওই প্রান্তেই রয়েছে শাহরুখ এবং গৌরীর স্বপ্নের মত সাজানো বাড়ি। যার অন্দরমহল শাহরুখ-পত্নী গৌরী খান (Gouri Khan) নিজে সাজিয়েছেন। সম্প্রতি প্রকাশিত হয়েছে গৌরীর বই ‘মাই লাইফ ইন ডিজাইন’। সেখানে বাড়ির একাধিক ছবি শেয়ার করেছেন গৌরী নিজেই। অন্দরমহলের চোখ ধাঁধানো সেই সাজসজ্জা দেখলে চমকে যাবেন।

MANNAT

গৌরী খান আগে ছিলেন একজন মডেল। বর্তমানে তিনি দেশের অন্যতম একজন বড় ইনটেরিয়ার ডিজাইনার। তার নিজস্ব ব্র্যান্ড রয়েছে মুম্বাইতে যার নাম ‘গৌরী খান ডিজাইনস’। গৌরী বলিউডের নামিদামি তারকাদের ঘর সাজিয়ে দিয়েছেন। তার গ্রাহকদের তালিকায় নীতা আম্বানি, মনিশ মালহোত্রা থেকে শুরু করে সিদ্ধার্থ মালহোত্রা, রণবীর কাপুর, করণ জোহর, আলিয়া ভাটদের নাম রয়েছে।

গৌরী তার বইতে লিখেছেন শাহরুখ যখন দিল্লিতে প্রথম বাড়িটি কিনেছিলেন তখন বড় মাপের ইন্টেরিয়র ডেকরেটর দিয়ে বাড়ি সাজানোর মত সামর্থ্য তার ছিল না। ওই সময় মুশকিল আসান করেন গৌরী। তিনি বাড়ি সাজানোর দায়িত্ব নেন। যখন তারা মন্নত কেনেন তখনও গৌরীই সুন্দর করে বাড়িটিকে সাজিয়ে তোলেন।

MANNAT 1

২০১৭ সালে গৌরী নিজের স্টুডিও খুলে ফেলেন। এখন এই স্টুডিওর কাজ দুর্দান্ত গতিতে এগোচ্ছে। গৌরী যে ছবিগুলো শেয়ার করেছেন তাতে নজর কেড়েছে তাদের বাড়ির বিশাল আকারের গেট। মন্নতকে এমনভাবে সাজানো হয়েছে যাতে সেখানে বসবাসকারী প্রত্যেক সদস্যের আলাদা স্পেস থাকে। শাহরুখ বাড়িতে থাকলে বেশিরভাগ সময় লাইব্রেরীতে কাটান। তাই তার জন্য লাইব্রেরীতে আলাদা বন্দোবস্ত হয়েছে।

SHAH RUKH KHAN FAMILY

আবার বাবার লাইব্রেরীতে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দেয় আরিয়ান। বাড়ি প্রত্যেক সদস্যেরই এই লাইব্রেরী বিশেষ পছন্দের বলে জানিয়েছেন গৌরী। বাড়ি সাজানোর প্রতিটি জিনিস, ঝাড়বাতি থেকে শুরু করে সবকিছুর নিজস্ব কাহিনী রয়েছে। দিনভর বাইরে ব্যস্ততার মধ্যে কাটানোর পর যখন তারা বাড়ি ফিরে আসেন তখন মন্নত তাদের স্বস্তি দেয়। এখানেই থেমে থাকতে চান না গৌরী, ভবিষ্যতে মন্নতকে আরও সুন্দর করে সাজানোর স্বপ্ন রয়েছে তার।