বাঙালির কাছে সুপারস্টার নামটা খুব একটা কমন নয়, কারণ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে সুপারস্টারদের সংখ্যা সত্যিই খুব কম, তবে বাংলায় সুপারস্টার নেই এমনটা নয়। বর্তমান সময় দুজন সুপারস্টার রয়েছে বাংলায়। যাদের নাম কোনও ছবির সঙ্গে জুড়লেই সেই ছবি হিট হয় যায়। সেই সুপারস্টারদের মধ্যে একজন হলেন জিৎ। বর্তমান সময় বাংলা কমার্শিয়াল ছবির দুনিয়ার এক মাত্র নায়ক হলেন জিৎ (Jeet)।
তবে জিতেন্দ্র মদনানি থেকে জিৎ হওয়ার জার্নিটা খুব একটা সহজ ছিল না। অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে এই স্বপ্ন পূরণের জন্য। ২০০১ সালে মুক্তি পেয়েছিল জিৎ-এর প্রথম ছবি ‘সাথী’। অর্থাৎ ইন্ডাস্ট্রিতে ২১ বছর কাটিয়ে দিয়েছেন তিনি। কিন্তু তার বাংলা উচ্চারণ শুনে কেউ বলতে পারবে না যে, তিনি একজন অবাঙালি। কিন্তু কেরিয়ারের শুরুতে এমন অবস্থা ছিল না। বাংলা বুঝতে পারলেও বাংলা ভালো বলতে পারতেন না তিনি।
‘সাথী’ ছবির শ্যুটিংয়ের পর ছবির প্রযোজক ও পরিচালক চেয়েছিলেন ছবির ডাবিং অন্য কারুকে দিয়ে করিয়ে নেবেন। কিন্তু জিৎ সেটা চাননি তিনি চেয়েছিলেন নিজের প্রথম ছবির ডাবিং নিজেই করবেন। শুধুমাত্র একটা দিন চেয়েছিলেন তিনি। সেই মতো তিনি নিজের ডাবিং নিজেই করেছিলেন।
তবে শুধু ডাবিং দিয়েই শেষ নয়, প্রতিদিন বাংলা খবরের পেপার পড়তেন তিনি। নিজেই নিজের গলা রেকর্ড করে দেখতেন বাঙালির মতো বাংলা বলতে পারছেন কি না। একদিন তার জেঠু বাড়িতে বাংলা খবর পড়াশুনে তাকে জিজ্ঞাসা করেন বাড়িতে কে প্রতিদিন বাংলায় খবর পড়েন? সেই কথা শুনে তিনি বুঝে ছিলেন যে তিনি সফল হয়েছেন।
বর্তমান সময় জিৎ বাংলার একমাত্র নায়ক যিনি এখনও কমার্শিয়াল ছবি বানিয়ে যাচ্ছেন। গত বছর মুক্তি পেয়েছিল তার ‘রাবণ’ ছবিটি। সেই ছবিও বক্স অফিসে ভালো কালেকশন করেছিল। প্রত্যেকে তার কাজের প্রশংসা করেছিল। কিন্তু এবার বাংলা নয়, সারা ভারতে মুক্তি পাচ্ছে তার প্যান ইন্ডিয়া ছবি।
এই ছবির নাম হল ‘চেঙ্গিজ’। সম্প্রতি ছবির হিন্দি ও বাংলায় ট্রেলার প্রকাশ্যে আসার পর সারা ভারতে এই ছবি নিয়ে উৎসাহ তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ এই ছবির ট্রেলারের প্রশংসা করেছেন বহু মানুষ। আগামী ২১ এপ্রিল ঈদের দিন বড় পর্দায় আসছে এই ছবি। এবার দেখার হিন্দি ছবির দুনিয়ায় জিৎ-এর এই ছবি কী কামাল করতে পারে।