সুযোগ এসেছিল ‘মিস্টার ইন্ডিয়া’ হওয়ার, শ্রীদেবীর সঙ্গে কেন ছবি করলেন না অমিতাভ বচ্চন?

বলিউডে বহু ব্লকবাস্টার ছবি তৈরি হয়েছে। আমরা আজ সেই ছবিগুলো নিয়ে কথা বলি। বলিউডের এমনি এক ছবি হল ‘মিস্টার ইন্ডিয়া’ (Mr. India )। ১৯৮৭ সালের ২৫ মে বড় পর্দায় মুক্তি পেয়েছিল এই ছবি। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেতা অনিল কাপুরকে (Anil Kapoor)। গল্প লিখেছিলেন সেলিম খান (Salim khan)জাভেদ আখতার (Javed akhtar)। তারপর আর কোনও দিন একসঙ্গে কাজ করতে দেখা যায়নি দুজনকে।

তবে এই ছবি নিয়ে অনেক অজানা তথ্য রয়েছে যেগুলি সাধারণ মানুষ জানে না। জানা গিয়েছে যখন শেখর কাপুর ‘মিস্টার ইন্ডিয়া’ তৈরি করার কথা ভেবে ছিলেন তখন তিনি সেলিম আর জাভদকে বলেছিলেন এই ছবির জন্য একজন অভিনেতাকে খুঁজতে। সেলিমের বিশ্বাস ছিল এই অভিনেতাকে এমন হতে হবে যারা কণ্ঠস্বর অনেক আকর্ষণীয়।

MISTER INDIA

সিনেমা শেষ হয় যাওয়ার পরেও‌ যেন এই কন্ঠ ভোলা না‌ যায়। এই জন্য ছবির নায়ক হিসেবে সেলিম অমিতাভ বচ্চনকে বেছে নিয়েছিলেন। অমিতাভ বচ্চনকে সুপারস্টার বানানোর পিছনে সেলিম-জাভেদেরও ভূমিকা ছিল। তাই তাদের বিশ্বাস ছিল যে অমিতাভ বচ্চন এই ছবিতে অভিনয় করার জন্য রাজি হয় যাবে। কিন্তু এমনটা হয়নি। তাদের প্রস্তাব শুনে অমিতাভ বচ্চন অস্বীকার করেছিলেন।

অমিতাভের প্রত্যাখ্যানে সেলিম খুব ক্ষুব্ধ হন এবং একই সময়ে সিদ্ধান্ত নেন যে তিনি অমিতাভের সাথে আর কাজ করবেন না। এইভাবে এই ছবিটি অনিল কাপুরের কাছে পৌঁছে যায় এবং তিনি এই ছবিটি করতে রাজি হন। তারপর ছবিটি মুক্তি পায় বড় পর্দায়। আর মুক্তি পেতেই বক্স অফিসে সাফল্য এনে দেয়। সেই সময়ের হিসেবে এই ছবিটি একটি বড় হিট ছবি ছিল।

MISTER INDIA

কিন্তু এই ছবির সাফল্যে যেমন অনিল কাপুরের কেরিয়ারের গ্ৰাফ উর্দ্ধমুখী হয়েছিল ঠিক তেমনি অমিতাভ বচ্চনের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল সেলিমের। তারা কখনও আর একসঙ্গে কাজ করেননি। অন্যদিকে জাভেদ আখতারের সঙ্গেও আর কখনও জুটি বেঁধে কাজ করেননি সেলিম।

AMITABVH BACHCHAN

তবে তাদের দু-জনের সঙ্গে সম্পর্ক না থাকলেও এরপরে আরও ১০টি ব্লকবাস্টার ছবির গল্প লিখেছিলেন সেলিম। বলিউডের স্ক্রিপ্ট রাইটার সেলিম খান হলেন আজকের প্রজন্মের অন্যতম জনপ্রিয় এক সুপারস্টারের পিতা এই জনপ্রিয় সুপারস্টার হলেন অভিনেতা সলমন খান। সলমন নিজেও বহু জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন । যার মধ্যে বেশ কিছু ব্লকবাস্টার ছবিও রয়েছে।