ফের বিতর্কের শিরোনাম দখল করে নিলেন টলিউড (Tollywood) অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee)। এবারে ব্যক্তিগত জীবন নয়, প্রতারণার মত ভয়ংকর অভিযোগ উঠল তার বিরুদ্ধে। শ্রাবন্তী নামে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন একাধিক ব্যক্তি। তাদের দাবি শ্রাবন্তী নাকি একটি জিম খুলে সাধারণের থেকে প্রচুর টাকা নিয়ে প্রতারণা করেছেন।
২০২০ সালের নভেম্বর মাসে শ্রাবন্তী একটি জিমের উদ্বোধন করেন। আনোয়ার, অভিষেক এবং সৌম্য নামের তিন ব্যক্তির সঙ্গে যৌথভাবে এই জিম খুলেছিলেন টলিউড অভিনেত্রী। জিমের উদ্বোধন হয়েছিল বেশ ঘটা করে। তার সঙ্গে শ্রাবন্তীর ফলাও করে এই জিমখানার প্রচার চালাচ্ছিলেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু আচমকা গ্রাহকদের টাকা নিয়ে বন্ধ হয়ে যায় সেই জিমখানা।
শ্রাবন্তীর মত তারকা যুক্ত থাকার কারণে স্বভাবতই এই জিমের প্রতি সাধারণ মানুষের আগ্রহ ছিল তুঙ্গে। অনেকেই মোটা টাকা দিয়ে সারা বছরের জন্য সাবস্ক্রিপশন নিয়েছিলেন। বছরভর সাবস্ক্রিপশনের জন্য দিতে হয়েছে ১৮ হাজার টাকা। এর মধ্যে ভর্তি হওয়া জন্য সাড়ে সাত হাজার টাকা দিতে হয় প্রথমেই। তারপর ছিল অন্যান্য খরচ।
জিমে যোগ দেওয়ার পর পার্সোনাল ট্রেনারের ফি বাবদ আরও ৪ হাজার টাকা দিয়েছিলেন গ্রাহকরা। জিমে ভর্তি হওয়ার পরপরই হোলির ছুটি পড়ে যায়। তারপর হঠাৎ করেই বন্ধ হয়ে যায় মধ্যমগ্রামের এই জিমটি। তারপর থেকে বন্ধই আছে জিম। পরিস্থিতি বেগতিক বুঝে মধ্যমগ্রাম থানায় জিম কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন গ্রাহকরা।
তবে সকলের অভিযোগ পুলিশ এখনও পর্যন্ত এই ব্যাপারে কোনও ব্যবস্থা গ্রহণ করেনি। প্রতারিতদের দাবি শ্রাবন্তীর কথা শুনেই তারা জিমে অ্যাডমিশন নিয়েছিলেন। তাদের যে এইভাবে ঠকে যেতে হবে তা তারা স্বপ্নেও ভাবেননি। এখন কীভাবে টাকা ফেরত পাওয়া যায় সেই দুশ্চিন্তায় তাদের রাতের ঘুম উড়েছে।
এদিকে সংবাদ মাধ্যমের কাছে শ্রাবন্তী এই প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন যারা ওই জিমে নাম নথিভুক্ত করেছেন তারা সময়মত তাদের সব টাকা ফেরত পেয়ে যাবেন। সেই সঙ্গে তিনি আরও বলেন নিশ্চয়ই কোনও কারণ আছে তার জন্য জিমটা বন্ধ করা হয়েছে। তিনি এও বলেন নিজের কাজে ব্যস্ত থাকায় তিনি জিমে সময় দিতে পারেন না। কিন্তু যারা টাকা দিয়েছেন তারা ফেরত পাবেন বলেই আশ্বাস দিয়েছেন অভিনেত্রী।