বলিউডের (Bollywood) নামকরা কমেডিয়ানদের মধ্যে রাজপাল যাদবের (Rajpal Yadav) নাম উঠে আসবে সবার আগে। তিনি প্রধানত কমেডি চরিত্রের জন্য সবথেকে বেশি জনপ্রিয়তা পেয়েছেন ইন্ডাস্ট্রিতে। যদিও আবার ছকের বাইরে বেরিয়ে নানা ধরনের ভিন্ন চরিত্রেও অভিনয় করে তিনি তার অভিনয় দক্ষতার প্রকাশ করেছেন। তাই ব্যক্তিগত জীবনটাও ছিল খুবই রঙিন।
১৯৭১ সালে উত্তরপ্রদেশের কুদ্রায় জন্মগ্রহণ করেছিলেন রাজপাল যাদব। ছোটবেলা থেকে তিনি অভিনয়ের প্রতি আকৃষ্ট ছিলেন। প্রথমে অবশ্য দূরদর্শনের সিরিয়ালে অভিনয় করতেন তিনি। সেখান থেকে একদিন বলিউডে অভিনয় করার সুযোগ আসে তার হাতে। ১৯৯৯ সালের দিল কেয়া করে, শুল, মাস্ত ইত্যাদি ছবিতে অভিনয় করতে থাকেন তিনি।
অনেক কষ্ট করে বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন রাজপাল যাদব। ২০০০ সালের পর থেকে তার ভাগ্যের মোড় ঘুরতে থাকে। হাঙ্গামা, চুপ চুপ কে, ভুল ভুলাইয়া, ঢোল, ভূতনাথ, ফির হেরা ফেরির মত অনেক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছিলেন তিনি। এর মধ্যে ১৯৯২ সালে তিনি তার প্রথম স্ত্রী করুণাকে বিয়ে করেন।
রাজপাল এবং করুনার প্রথম সন্তানের জন্মের পর বিভিন্ন জটিলতায় ভুগে করুনার মৃত্যু হয়। এমন পরিস্থিতিতে বেশ ভেঙে পড়েছিলেন রাজপাল। কিন্তু শত কষ্টের মধ্যেও তিনি তার মেয়ে জ্যোতিকে মানুষ করেন। এরপর ২০০৩ সালে তিনি বিয়ে করেন রাধাকে। রাধা ছিলেন তার থেকে ৯ বছরের ছোট। রাজপাল অবশ্য তার প্রথম স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয় বিয়ে করতে চাননি আর।
কানাডাতে যখন রাধার সঙ্গে রাজপালের প্রথম দেখা হয় তখন অল্প কিছুদিনের মধ্যেই তার সিদ্ধান্ত বদলে যায়। এরপর একে অপরের প্রেমে পড়ে যান তারা। রাজপালকে ভালবেসে কানাডা ছেড়ে মুম্বাইতে চলে আসেন রাধা। এরপর তাদের বিয়ে হয়। বিয়ের পর এখন তাদের দুই কন্যাসন্তান রয়েছে।
রাজপালের প্রথম পক্ষের মেয়ে জ্যোতির বিয়ে হয়ে গিয়েছে বেশ কিছুদিন আগে। রাধা এবং রাজপালের আরও দুই মেয়ের জন্ম হয় এরপর। স্ত্রী এবং দুই মেয়েকে ভীষণই ভালবাসেন তিনি। প্রথম বিয়ের শোক ভুলে দ্বিতীয় বিয়েতে স্ত্রী এবং সন্তানদের নিয়ে বেশ সুখেই রয়েছেন অভিনেতা।