২০২২ সালটা একদমই ভাল যায়নি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য। কিন্তু এবছরের শুরুতেই ‘পাঠান’-এর (Pathan) মতো ব্লকবাস্টার ছবি দিয়েছে শাহরুখ। তবে এখানেই শেষ নয়, এবার দক্ষিণের বেশ কয়েকটি জনপ্রিয় ছবিগুলির রিমেক (Remake Movies) আনতে চলেছে বলিউড। সেই ছবিগুলি নিয়ে আলোচনা করা হল এই প্রতিবেদনে।
ভোলা (Bholaa): গত ৩০ মার্চ বড় পর্দায় মুক্তি পেয়েছে অজয় দেবগন অভিনীত ‘ভোলা’ ছবিটি। জনপ্রিয় তামিল ছবি ‘কাইথি’ অফিশিয়াল হিন্দি রিমেক হল ‘ভোলা’। তামিল ছবিটির মূল চরিত্রে দেখা গিয়েছিল অভিনেতা কার্তিককে।
গুমরাহ (Gumraah): জনপ্রিয় তামিল ছবি ‘থদাম’-৭¡ হিন্দি রিমেক হল ‘গুমরাহ’। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন আদিত্য রয় কাপুর ও মৃণাল ঠাকুর। ক্রাইম থ্রিলার ঘরানার এই ছবিটি মুক্তি পাবে এই বছরের ৭ এপ্রিলে।
অপরিচিত (Aparichit): দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় ছবি ‘অপরিচিত’। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন চিয়ান বিক্রম। এই ছবি রিমেক হচ্ছে হিন্দিতে। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে বলিউড অভিনেতা রণবীর সিংকে।
সুরারাই পোত্রু (Soorarai Pottru): তামিল ছবি ‘সুরারাই পোত্রু’-তে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সুপারস্টার সুরিয়া। এই ছবিটি বক্স অফিসেও সফল হয়েছিল। এবার ছবির হিন্দি রিমেক তৈরি হচ্ছে যার নাম এখনও ঠিক হয়নি। তবে ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে অক্ষয় কুমারকে। পরিচালনা করবেন সুধা কোঙ্গারা।
বীরাম (Veeram): সলমন খানের পরবর্তী ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’ দক্ষিণী ব্লকবাস্টার ছবি ‘বীরাম’-এর হিন্দি রিমেক। ২০১৪ সালের ছবিকি মুক্তি পেয়েছিল। যেখানে দক্ষিণী তারকা অজিথ এবং তামান্না ভাটিয়া মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল। ছবির হিন্দি রিমেকে সলমনের বিপরীতে অভিনয় করেছেন পূজা হেগড়ে।
ডি-১৬ ধুরুভাঙ্গাল পাথিনারু (D-16 Dhuruvangal Pathinaaru): ‘D-16 ধুরুভাঙ্গাল পাথিনারু’ ছবিটিরও হিন্দি রিমেক হচ্ছে। ক্রাইম-থিলার ঘরানার এই ছবিটি হিন্দিতে রিমেক করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে করবেন বরুণ ধাওয়ান ও পরিণীতি চোপড়াকে।
দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন (The Great Indian Kitchen): এটি একটি মালায়লম ছবি। ছবিটি দর্শকদের মধ্যে খুব জনপ্রিয় হয়েছিল। তাই এবার এই ছবিটির হিন্দি রিমেক তৈরি হচ্ছে। সম্প্রতি সানিয়া মালহোত্রা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই খবর শেয়ার করেছেন। যদিও ছবির নাম এখনও ঠিক হয়নি। কিন্তু বর্তমান সময় দক্ষিণী ছবির হিন্দি রিমেকগুলি বক্স অফিসে সফল হচ্ছে না। শেষ দুটি হিন্দি রিমেক ছবি, ‘শেহজাদা’ এবং ‘সেলফি’ ফ্লপ হয়েছে, তাই এখন দেখতে হবে যে এই ছবিগুলি কোনও কামাল করতে পারে কী না।