উন্নত প্রযুক্তির এই সময়ে স্মার্ট হতে গিয়ে এখন হামেশাই ব্যাঙ্ক জালিয়াতির (Bank Fraud) শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। বাদ পড়ছেন না তারকারাও। কখনও তাদের নামে মিথ্যে কথা রটিয়ে কিংবা কখনও কখনও জরুরি তথ্য বের করে তাদের সঞ্চিত অর্থ গায়েব করে দিচ্ছে কিছু মানুষ। এবার এরকমই এক ঘটনার স্বীকার হলেন টলিউড (Tollywood) অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায় (Pallavi Chattopadhyay)।
সম্প্রতি পল্লবীর একাউন্ট থেকে ৯ লক্ষ ১৭ হাজার টাকা গায়েব হয়ে গিয়েছে বলে জানা গেল। এই ঘটনায় রীতিমত বিরক্তি প্রকাশ করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জীর (Prasenjit Chatterjee) বোন। সেই সঙ্গে তিনি প্রশ্ন তুলছেন ব্যাঙ্কের ভূমিকা নিয়েও। কিন্তু ব্যাঙ্কে গিয়ে খোঁজখবর নিতেই তার চোখ উঠল কপালে। কারণ সেখানে তো তিনি মৃত!
ঠিক কী ঘটনা ঘটেছে পল্লবীর সঙ্গে? অভিনেত্রী সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন দক্ষিণ কলকাতার একটি বেসরকারি ব্যাঙ্কে তার প্রভিডেন্ট ফান্ড ছিল। এই অ্যাকাউন্টে বেশ কিছু বছর ধরে টাকা জমাচ্ছিলেন তিনি। কিন্তু হঠাৎ করে তাকে একদিন জানানো হয় তার অ্যাকাউন্ট নাকি বন্ধ করে দেওয়া হয়েছে। খোঁজখবর নিলে তাকে দুই-একদিন অপেক্ষা করতে বলা হয়।
এরপর অ্যাকাউন্টের স্টেটাস জানতে চেয়ে পল্লবী দেখেন ৯ লক্ষ ১৭ হাজার টাকা গায়েব করে দিয়েছে কেউ। এটা দেখে তার মাথায় হাত পড়ে। কিন্তু অবাক হওয়ার আরও যে বাকি ছিল। অভিনেত্রীকে ব্যাঙ্ক জানায় তিনি মৃত, এই মর্মে তার অ্যাকাউন্ট বন্ধ হয়েছে। এখানেই পল্লবীর প্রশ্ন, তিনি জীবিত থাকতেও কেউ কি করে তার ডেথ ক্লেম করতে পারে?
ব্যাঙ্কের ম্যানেজারের প্রতি ভীষণ অসন্তুষ্ট তিনি। তার টাকা কোথায় গায়েব হল? এর পেছনে কে দায়ী? এখনও কোনও উত্তর তিনি ব্যাংক থেকে পাননি। মৃত্যুর শংসাপত্র না দেখেই কী করে তার একাউন্ট বন্ধ হল তিনি সেই প্রশ্ন তুলছেন। পুলিশের কাছে তিনি অভিযোগ দায়ের করেছেন। ব্যাঙ্কের উপর ক্ষুব্ধ হলেও পুলিশি তৎপরতায় তিনি খুশিই হয়েছেন।
পল্লবীর আশা পুলিশ যেভাবে তদন্ত করছে তাতে তিনি তার হারানো টাকা খুব তাড়াতাড়িই ফিরে পাবেন। ইদানিং ব্যাঙ্ক জালিয়াতির এমন ঘটনা ঘটছে আকছার। কখনো ক্রেডিট কার্ড দেওয়ার নামে, তো কখনও আবার বিদ্যুৎ বিল মেটানোর ভুয়ো লিঙ্ক পাঠিয়ে সাধারণ থেকে সেলিব্রিটিদের সর্বস্ব লুট করে নিচ্ছে অনলাইন ডাকাতরা। পল্লবীও সেই ডাকাতির শিকার হলেন।