একসঙ্গেই বন্ধের মুখে মিঠাই ও গাঁটছড়া? রইল অন্তিম সম্প্রচারের দিনক্ষণ

জি বাংলার (Zee Bangla) মিঠাই (Mithai) এবং স্টার জলসার (Star Jalsha) গাঁটছড়া (Gantchhora), এই দুটি সিরিয়াল বলতে গেলে এখন এই দুই চ্যানেলের সব থেকে পুরনো সিরিয়াল। মিঠাই হাসতে হাসতে ২ বছর পার করে ফেলেছে। অন্যদিকে গাঁটছড়াও এক বছর পেরিয়েছে হাসিমুখে যেখানে স্টার জলসার অন্যান্য সিরিয়ালগুলো মাত্র কয়েক মাসের মাথাতেই বন্ধ হয়ে যাচ্ছে।

একসময় টিআরপি তালিকাতে মিঠাই এবং গাঁটছড়ার মধ্যে জব্বর টক্কর চলছিল। টিআরপি তালিকাতে যখন মিঠাই ক্রমাগত সেরার আসন পাচ্ছিল তখন তার প্রবল প্রতিদ্বন্দ্বী হয়ে সামনে দাঁড়ায় গাঁটছড়া। তবে এখন এই দুটি সিরিয়ালের টিআরপি অনেকটাই নেমে এসেছে। তার জায়গায় জায়গা করে নিচ্ছে নতুন সিরিয়ালগুলো।

MITHAI

তবে যতই নতুন সিরিয়াল আসুক, নতুন সিরিয়ালগুলো যত বেশিই টিআরপি পাক, জনপ্রিয়তার বিচারে স্টার জলসা এবং জি বাংলাতে সেরা এই দুটি সিরিয়াল। তবে দর্শকদের জন্য রয়েছে একটা দুঃসংবাদ। মাঝে মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরে এই দুটি সিরিয়াল চিরতরে বিদায় নিতে চলেছে টেলিভিশনের পর্দা থেকে।

যতদূর জানা যাচ্ছে এপ্রিল মাসেই মিঠাই এবং গাঁটছড়া সিরিয়ালের অন্তিম ঘন্টা বাজবে। অর্থাৎ এপ্রিল মাসেই শেষ হয়ে যাচ্ছে জনপ্রিয় এই দুটি সিরিয়াল। মিঠাই এবং গাঁটছড়া বন্ধ হওয়া নিয়ে এর আগে অনেক এরকম খবর রটেছে। কিন্তু এবার শোনা যাচ্ছে আর কোনও ভুয়ো খবর নয়, সত্যি সত্যি দুটো সিরিয়ালের অন্তিম পর্ব ঘনিয়ে এসেছে।

GANTCHCHORA

তবে এপ্রিল মাসটা গোটাটাই অবশ্য দর্শকরা তাদের এই দুটি প্রিয় সিরিয়াল দেখতে পাবেন। এপ্রিলের শেষে বন্ধ হয়ে যাবে সিরিয়ালের সম্প্রচার। ইতিমধ্যেই জানা গিয়েছে যে স্টার জলসার সঙ্গে গাঁটছড়া সিরিয়ালের নায়িকা শোলাঙ্কি রায়ের চুক্তির মেয়াদ নাকি ফুরিয়ে এসেছে। ৩১ শে এপ্রিল, এই চুক্তির শেষ দিন। মে মাসে আর নতুন করে চুক্তিপত্র রিনিউ করাবেন না শোলাঙ্কি।

GANTCHCHORA

এই খবর আসতেই দর্শকরা বেশ বুঝে গিয়েছিলেন শোলাঙ্কি সিরিয়াল ছেড়ে যাচ্ছেন মানে সিরিয়ালের অন্তিম দিন ঘনিয়ে আসছে। এবার শোনা যাচ্ছে গাঁটছড়ার পাশাপাশি বিদায় নেবে মিঠাই। যদিও সব্যসাচী চৌধুরীর ভক্তরা এতে কিছুটা খুশিই হলেন। কারণ গাঁটছড়া বন্ধ হয়ে গেলে সেই জায়গায় আসবে রামপ্রসাদ।