৯০-এর দশকের আগে থেকেই বলিউডে পা রেখেছেন বহু জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী। কেউ সফল হয়েছেন আবার কেউ পারেননি। তবে বিশ শতকের প্রথম দিকেও এক জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী হিন্দি সিনেমার জগতে পা রেখেছিলেন। তিনি হলেন আসিন (Asin)।
২০০৮ সালে মুক্তি পেয়েছিল আমির খানের (Amir Khan) ‘গজনি’ (Ghajini) ছবিটি। এই ছবিতেই আমিরের বিপরীতে দেখা গিয়েছিল আসিনকে। ছবিতে নিজের অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করেছিলেন আসিন। ছবিটি বক্স অফিসেও যথেষ্ট সফল হয়েছিল। সারা পৃথিবী থেকে এই ছবি ১০০ কোটি টাকার বেশি কালেকশন করেছিল।
‘গজনি’র সাফল্য রাতারাতি খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছিল আসিনকে। তারপর বলিউডের অনেক প্রবীন অভিনেতাদের সঙ্গে কাজ করবার সুযোগ পেয়েছিলেন। এরপর সলমন খান, অক্ষয় কুমার এবং অভিষেক বচ্চনের মতো অভিনেতাদের সাথে অনেক সুপারহিট ছবি উপহার দিয়েছেন তিনি।
যদিও বলিউডের ছবিতে অভিনয় করার আগেই দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিত মুখ হয়ে গিয়েছিলেন তিনি। মাত্র ১৫ বছর বয়স থেকেই দক্ষিণ ভারতীয় ছবিতে কাজ করা শুরু করেছিলেন তিনি। মালায়লাম ফিল্ম ইন্ডাস্ট্রি থেকেই প্রথম অভিনয়ের সুযোগ এসেছিল তার কাছে।
তারপরেই জার্নি শুরু, খুব কম বয়সেই দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় নিজের মজবুত জায়গা বানিয়ে ফেলেছিলেন তিনি। এক রকম বলিউডেও প্রথম ছবি সফল হওয়ার পর বহু ব্লকবাস্টার ছবিতে অভিনয় করার সুযোগ পান তিনি।
যার মধ্যে অন্যতম হল ‘রেডি’, ‘খিলাড়ি 786’, ‘বোল বচ্চন’ এবং ‘হাউসফুল ২’। তারপর ২০১৬ সালে বিয়ের পিঁড়িতে বসেন অভিনেত্রী। মোবাইল ফোন প্রস্তুতকারক ভারতীয় সংস্থা মাইক্রোম্যাক্সের সহ-প্রতিষ্ঠাতা রাহুল শর্মাকে বিয়ে করেছিলেন আসিন। বিয়ের পরেই অভিনয় জগত থেকে দূরে সরে আসেন তিনি।