জগদ্ধাত্রী (Jagadhatri) এবং খেলনা বাড়ি (Khelna Bari), এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) এই দুটি সিরিয়াল টিআরপির বিচারে এগিয়ে আছে। এদের সঙ্গে রয়েছে গৌরী এলো। সদ্য অনুষ্ঠিত হয়েছে জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড ২০২৩ (Zee Bangla Sonar Songsar Award 2023)। সেখানে পুরস্কার পাওয়ার তালিকায় প্রাধান্য পেলেন জগদ্ধাত্রী এবং খেলনা বাড়ির সদস্যরা। যদিও এই বিচারে খুশি নন দর্শকদের একাংশ।
জগদ্ধাত্রী এবং খেলনা বাড়ি, এই দুই সিরিয়ালের নায়িকা প্রতিবাদী চরিত্রের। দুজনকেই দর্শকরা পছন্দ করছেন তার প্রমাণ মিলছে টিআরপিতে। সেই সঙ্গে ধারাবাহিকের অন্যান্য চরিত্রদেরও বেশ পছন্দ করেন দর্শকরা। সেরা মা, সেরা বাবা, সেরা জামাই বিভাগে পুরস্কার পেয়েছে খেলনা বাড়ি। জগদ্ধাত্রীকে অনেকটাই পেছনে ফেলে দিয়েছে এই সিরিয়াল।
এদিকে আবার জগদ্ধাত্রী থেকে আবার সেরা ননদের পুরস্কার পেয়েছে রূপসা। কিন্তু দর্শকদের দাবি এই বিচারটা নাকি মোটেই ঠিক হয়নি। কারণ সেরা ননদ হিসেবে পুরস্কার পাওয়ার হলে খেলনা বাড়ি এবং জগদ্ধাত্রীদের মধ্যে খেলনা বাড়ির কলিকেই এই পুরস্কার দেওয়া উচিত ছিল। কিন্তু তেমনটা হয়নি। কলির বদলে রূপসাকে পুরস্কার দেওয়ার বিরোধিতা করছেন তারা।
তবে শুধু সেরা ননদ হিসেবে পুরস্কার বিতরণ নিয়ে দর্শকের আপত্তি রয়েছে তেমনটা নয়, তারা অন্যান্য ফলাফলগুলিতে খুব একটা খুশি নন। সেরা জামাই বিভাগে জগধাত্রীর দেবুদাকে বেছে নেওয়া হয়েছে। যিনি আবার শ্বশুরবাড়ির বিরুদ্ধে একাধিকবার গুরুতর ষড়যন্ত্র করেছিলেন। তাকে পুরস্কার দেওয়ার বিরোধিতা করছেন দর্শকরা।
এদিকে আবার মিঠাইকে পুরস্কার দেওয়া হয়নি। জগদ্ধাত্রী এবং খেলনা বাড়ি ছাড়া অন্যান্য সিরিয়ালগুলোর ভাগে সেভাবে পুরস্কার জোটেনি। দর্শকরা তাই বলছেন তাদের মতামতের উপর গুরুত্ব না দিয়ে কেবল টিআরপির বিচারে নিজের মর্জিমত পুরস্কার বিতরণ করেছে চ্যানেল।
অন্যদিকে গৌরী এলো সিরিয়ালের নায়িকা গৌরীকে সেরা বৌমা করার বিষয়ে আঙ্গুল তুলছেন দর্শকরা। তাদের দাবি গত দু’বছর ধরে জি বাংলার সেরা বৌমা একজনই, সে হল মিঠাই। তাকে বাদ দিয়ে যে শুধু সব সময় মা কালী সেজে থাকে তাকে সেরা বৌমা করা হল কেন? প্রশ্ন তুলছেন দর্শকরা।